রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে ‘ সবুজ বিপ্লব’ কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার প্রায় এক কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করার উদ্যোগ নিয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এই কৃতিত্ব আদৌ রাজ্য সরকারের নয়, কেন্দ্রীয় সরকার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ প্রক্রিয়া চালু করাতেই ‘ভুয়ো’ কার্ড বাতিল হয়েছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কী জানালেন শুভেন্দু?

শুভেন্দু এদিন জানান, আসল বিষয়টি হল যে আধার এবং বায়োমেট্রিক প্রমাণীকরণের উপর কেন্দ্রীয় সরকারের জোর দিয়েছিল। সেই কারণে এটি পশ্চিমবঙ্গে এক কোটিরও বেশি রেশন কার্ড বাতিল করতে বাধ্য করেছিল। কারণ এই বাতিলকৃত কার্ডগুলি ‘জাল’ ছিল। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে এক কোটিরও বেশি রেশন কার্ড বাতিল/ নিষ্ক্রিয়করণ শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের রেশন কার্ডের সঙ্গে সুবিধাভোগীদের আধার কার্ড বাধ্যতামূলক লিঙ্ক করার পরেই ঘটেছে।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

শুভেন্দু অধিকারীর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় একটি গল্প তৈরি করার চেষ্টা করেছিলেন যে এটি খাদ্য ও সরবরাহ বিভাগের প্রাক্তন মন্ত্রীর কারণে হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের প্রচেষ্টায় রেশন কার্ডগুলি ডিজিটাল করা হয়েছিল এবং ১ কোটিরও বেশি রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছিল, কিন্তু আদৌ বিষয়টি সেরকম নয় বলে দাবি তাঁর।

আর কী জানালেন শুভেন্দু?

শুভেন্দু এদিন আরও জানান, রাজ্য সরকার “এক জাতি এক রেশন কার্ড” প্রকল্পের বিরোধিতা করেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগটি বাস্তবায়ন করতে বাধ্য হয়েছিল রাজ্য। শুভেন্দুর মুখ্যমন্ত্রীকে জবাব, ‘তাই, ম্যাডাম সিএম, আপনি সব সময় জনগণকে বোকা বানাতে পারবেন না। এটাই আপনার মন্ত্রীর ‘সবুজ বিপ্লবের’ সত্য ঘটনা।’

Mamata Banerjee Party : ‘রেশন ব্যবস্থায় সবুজ বিপ্লব…’, নাম না করে জ্যোতিপ্রিয়র ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর?
মুখ্যমন্ত্রী কী জানিয়েছিলেন?

মুখ্যমন্ত্রীকে একটি সাংবাদিক বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিক সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ আপনারা কি জানেন, কী ভাবে তিনি (জ্যোতিপ্রিয় মল্লিক) ডিজিটাইজড রেশন কার্ডের জন্য কাজ করেছেন? কীভাবে ১ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে? এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘মনে রাখবেন, এটা একটা সবুজ বিপ্লব।’ এমনকি, বাম আমলের উপর দোষ চাপিয়ে মুখ্যমন্ত্রী জানান, তাঁরা ক্ষমতায় আসার আগে রাজ্যে এক কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। বর্তমান রাজ্য সরকার আসার পর সেগুলি বাতিলের পদক্ষেপ গ্রহণ করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version