শিলিগুড়িতে ভয়াবহ কাণ্ড। ফের এটিএম লুটের চেষ্টা দুষ্কৃতীদের। পুলিশের নজরে আসলেও পুলিশের উপর পালটা হামলা করে পালিয়ে যায় দুষ্কৃতীদের দল। এদিকে এটিএম কাউন্টারের দুষ্কৃতীদের আনা গ্যাস কাটার থেকে আগুন লেগে পুড়ে গেল প্রচুর টাকা।

সোমবার রাতে শিলিগুড়ি মহকুমার শিবমন্দিরের পাওয়ার হাউস এলাকায় ঘটনাটি ঘটে। সেখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এটিএম কাউন্টারে ঢুকেছিল ৮ জনের একটি দুষ্কৃতীদের দল। ঘটনার তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ। পাশাপাশি বুধবার শিবমন্দিরে ওই এটিএম কাউন্টার ও এলাকা পরিদর্শনে যান ডিটেক্টিভ ডিপার্টমেন্টের এসিপি রাজেন ছেত্রী সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার রাতে শিবমন্দিরের ওই এটিএম কাউন্টারে ৮ জন দুষ্কৃতী ঢুকেছিল। একটি সাদা রঙের গাড়িতে এসেছিল দুষ্কৃতীরা। এটিএম কাউন্টারে ঢোকার পর শাটার নামিয়ে ভেতরে গ্যাস কাটার দিয়ে ভল্ট কাটা শুরু করে। সেসময় মাটিগাড়া থানার একটি টহলদারি ভ্যান সেখান দিয়ে যাচ্ছিল। এটিএম কাউন্টারের শাটার নামানো দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের। গাড়ি থামিয়ে তাঁরা কাউন্টারের কাছে যেতেই দুষ্কৃতীরা ধরা পড়ে যাওয়ার ভয়ে লোহার রড দিয়ে তাঁদের উপর হামলা করতে যায়। আঘাত করতে গিয়ে দুই পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে তারা মাটিতে ফেলে দেয়। অতর্কিত আঘাত সামলে উঠে দাঁড়াতে দাঁড়াতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীদের দলটি।
Sanitary Pads : স্যানিটারি ন্যাপকিনের কারখানায় আগুন, বহু টাকার ক্ষয়ক্ষতি

এদিকে তাড়াহুড়োয় গ্যাস কাটারটি চালু অবস্থায় রেখেই পালিয়ে যায় তারা। দীর্ঘক্ষণ চালু থাকার পর ওই গ্যাস কাটার থেকে এটিএম কাউন্টারে আগুন লেগে যায়। শীঘ্র খবর যায় দমকলে। দমকল আসতে আসতে পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নেভায়। বুধবার এটিএমের ভল্ট থেকে কিছু পোড়া টাকা উদ্ধার হয়েছে। পোড়া টাকার মূল্য প্রায় ৪ লাখ বলে জানা গিয়েছে। এদিকে ঘটনার পর আশপাশের বিভিন্ন জেলার থানাগুলিকেও সতর্ক করা হয়েছে। তবে পুলিশের অনুমান বিহার হয়ে ওই দুষ্কৃতীদের দলটি শিলিগুড়ি ঢুকেছিল। এরপর বিহারের দিকেই পালিয়েছে তাঁরা। কয়েকমাস আগে রাঙাপানিতে একটি এটিএম একই কায়দায় লুট হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version