কালীপুজোর আগেই ঘাসফুল শিবিরে উচ্ছ্বাস। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের অনুপস্থিতিতে কৃষ্ণনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন করল তৃণমূল কংগ্রেস। রানাঘাটের বিজেপি সাংসদ উপস্থিত না থাকলেও ভোটাভুটিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। ফলে কৃষ্ণনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির ৯টি স্থায়ী সমিতিই এখন তৃণমূলের দখলে। স্থানীয় তৃণমূল কর্মীদের অনেকেই সাংসদ মহুয়াকে এই জয়ের কৃতিত্ব দিয়েছেন। জয়ের পর দলীয় স্লোগান তুলতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা।

ভোটের বিস্তারিত ফলাফল

৩৬ আসন বিশিষ্ট কৃষ্ণনগর এক নম্বর পঞ্চায়েত সমিতিতে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১৮টি আসনে জয়ী হয়। বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছিলেন ১৬টি আসনে। বামেরা জিতেছিল মাত্র ২টি আসনে। ২৮ অগস্ট স্থায়ী সমিতি গঠন হওয়ার কথা থাকলেও ভোটাভুটির আগেই তৃণমূল এবং বিজেপির সদস্যদের মধ্যে শুরু হয় হাতাহাতি। সেদিন স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়া বন্ধ করে দেন স্থানীয় বিডিও।

বুধবার পুনরায় স্থানীয় সমিতি গঠন করার তারিখ নির্ধারণ করেছিল ব্লক প্রশাসন। এদিন তৃণমূল কংগ্রেসের সকলে উপস্থিত ছিলেন। তবে হাজির ছিলেন না বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ফলে বিজেপি সদস্যরা ভোট বয়কট করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্থায়ী সমিতি গঠন করে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপি কেন ভোট বয়কট করল, সেই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মুখে হাসি মহুয়ার

সংসদের টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ নিয়ে তোলাপাড় গোটা দেশ। মহুয়ার মৈত্রর বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে টাকা নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে মহুয়ার বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে সংসদের এথিক্স কমিটি। ‘ক্যাশ ফর কোয়ারিজ’ নিয়ে বিতর্কের মধ্যেও দলের জয়ে এদিন খোশমেজাজে ধরা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

Mahua Moitra case : মহুয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা? পিছোল এথিক্স কমিটির বৈঠক
সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসিমুখে মহুয়া বলেন, ‘আমাদের সংখ্যা গরিষ্ঠতা ছিল। এখানকার ৯টাই সমিতি তৃণমূলের দখলে এল। অঙ্ক আমাদের দিকে ছিল। বিজেপি ভোটভুটিতে না গিয়ে ওয়ার আউট করল। গোটা প্রক্রিয়াটাই আমরা শেষ করেছি। বিজেপি সাংসদ কেন আসেননি সেটা উনি বলবেন। আমি তো আর সেটা বলতে পারি না।’

বিস্ফোরক অভিযোগ মহুয়ার প্রাক্তন বন্ধুর

‘ক্যাশ ফর কোয়ারিজ’ নিয়ে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ফের একবার বিস্ফোরক অভিযোগ করলেন তাঁর প্রাক্তন বন্ধু ও সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদরি। মহুয়া বিনা আমন্ত্রণে তাঁর বাড়িতে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন জয়। থানায় অভিযোগ দায়ের করেছেন এই আইনজীবী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version