কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ ভেজাল ঘি বাজেয়াপ্ত করল পলিশ। গ্রেফাতারও করা হয়েছে একজন। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। ইতিমধ্যেই কারখানাটি সিল করে দেওয়া হয়েছে। বেআইনি ওই কারবারের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার ভোররাতে নদীয়ার ফুলিয়ার নবলা পঞ্চায়েতের বুইচা ঘোষপাড়া এলাকার একটি ঘি তৈরির কারখানায় হানা দেয় শান্তিপুর থানার পুলিশ। প্রায় ৫৫০ কেজিরও বেশি নকল ঘি ও ১০০ কেজি নকল ঘি তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ, আসল ঘি-এর সঙ্গে রিফাইন ও পাম তেল মিশিয়ে নকল ঘি তৈরি করা হত ওই কারখানায়। পরে ঘি তৈরির কারখানাটি সিল করে দেয় শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় নকল ঘি কারবারের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ। আরও কারা ওই নকল ঘি ব্যবসার সঙ্গে যুক্ত তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।

রানাঘাট পুলিশ জেলা সুত্রে খবর, এদিন বুইচা ঘোষ পাড়ায় রাজু ঘোষ ও পরিমল ঘোষের ঘি তৈরির কারখানায় অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ। তার বাড়িতে ঘিয়ের কারখানায় বাজেয়াপ্ত হয় ২৫০ কেজি ভেজাল ঘি, ১০০ কেজি ভেজাল ডালডা এবং সয়াবিন তেল। পাশাপাশি শ্রীপদ ঘোষের ঘি তৈরির কারখানাতে অভিযান চালানো হয়। যেখানে থেকে প্রায় ৬০ কেজি ভেজাল ঘি বাজেয়াপ্ত করা হয়। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার শান্তিপুরের বিভিন্ন ঘি কারখানায় অভিযান চালানো হয়েছে। কোথায় কোথাও বিপুল পরিমাণ নকল ঘি-ও বাজেয়াপ্ত হয়। এবার ফের একবার অভিযান চালানো হল নকল ঘি তৈরির কারখানায়। উদ্ধার হল নকল ঘি এবং ঘি তৈরির নকল তেল।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিস্ফোরক অভিযোগ করেছে বিজেপি। এক্ষেত্রে বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির বিজেপির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি পুলিশ ঘি ব্যবসায়ীদের ওপরে ভেজাল ঘি বলে অত্যাচার শুরু করে দিয়েছে। বেছে বেছে সাধারণ ঘি ব্যবসায়ীদের ওপরে অত্যাচার যেন না হয়। তৃণমূল করে এমন ঘি ব্যবসায়ীদের ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। যারা সত্যিকারের অবৈধ ঘি ব্যবসায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। সেটা তৃণমূলের ক্ষেত্রেও হোক, সাধারণ ঘি ব্যবসায়ীদের ক্ষেত্রেও হোক।’ পালটা তৃণমূল নেতা তথা নবলা পঞ্চায়েত প্রধান সুদীপ প্রামাণিক বলেন, ‘যদি কোনও ঘিয়ের মধ্যে ভেজাল থেকে থাকে, প্রশাসন আছে, প্রশাসন তাদের কাজ করবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version