রবিবার কালীপুজো। কলকাতার পাশাপাশি জেলার কালীপুজো মণ্ডপগুলিতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই বিভিন্ন মণ্ডপ উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। এবার কালীপুজোর মণ্ডপে বাঁধল বিপত্তি। ঘটে গেল বড় অঘটন। উদ্বোধনের আগেই দাউদাউ করে জ্বলে উঠল কালীপুজোর মণ্ডপ। পূর্ব মেদিনীপুর জেলায় এই মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের এই মণ্ডপ উদ্বোধনের কথা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চা়ঞ্চল্য।

দিলীপ উদ্বোধন করার আগেই মণ্ডপে আগুন

পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের কৃষ্ণগঞ্জ বাজারে গঞ্জস্টার ক্লাবের কালীপুজোর মণ্ডপ আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে। উদ্যোক্তারা জানিয়েছে সাংসদ দিলীপ ঘোষের এই মণ্ডপ উদ্বোধন করার কথা ছিল। শনিবার মণ্ডপ উদ্বোধনের জন্য ক্লাব কর্তাদের সময় দিয়েছিলেন দিলীপ। কিন্তু তাঁর আগেই বৃহস্পতিবার রাতে আগুন লাগে মণ্ডপে।

স্থানীয় বাসিন্দা ও ক্লাব সদস্যদের অভিযোগ, কিছু দুষ্কৃতী বৃহস্পতিবার রাতে মণ্ডেপ আগুন লাগিয়ে দেয়। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনও স্পষ্ট নয়। উদ্যোক্তারা জানিয়েছেন, শনিবার উদ্বোধন হওয়ার কথা থাকায় মণ্ডপ সজ্জার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। শুধু লাইট লাগানোর কাজ বাকি ছিল। তার আগের এই ঘটনা। কিন্তু হাল ছাড়তে নারাজ উদ্যোক্তারা। ফের যুদ্ধকালীন তৎপরতায় নতুন করে শুরু হয়েছে মণ্ডপ তৈরির করার কাজ।

Kumartuli Kolkata : কালীপুজোর কুমোরটুলিতে ‘সেলফি-ভূত’-এর দাপাদাপি! নাজেহাল মৃৎশিল্পীরা
পুজো কমিটির এক সদস্য মৈনাক জানা বলেন, ‘এটা আমাদের দীর্ঘদিনের পুজো। শনিবার বিকেলে এই পুজো উদ্বোধন করার কথা ছিল দিলীপ ঘোষের। কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়ার মতো জঘন্য কাজ করেছে। দিলীপবাবু আসবেন, সেই কারণে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বর এটা পছন্দ নাও হতে পারে। সেই কারণে এই কাজ করা হতে পারে। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন এই ঘটনার যেন সঠিকভাবে তদন্ত করা হয়। দোষীদের শাস্তি হোক এটাই চাই। মণ্ডপ নতুন করে তৈরির কাজ শুরু হয়েছে। দিলীপ ঘোষ আগামিকাল অবশ্যই আসবেন।’

শুরু রাজনৈতিক চাপানউতোর

কালীপুজোর মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি, বিজেপিতে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের কোন্দল প্রবল। সেই কারণেই এই ঘটনা ঘটেছে। যদি সেই অভিযোগ নস্যাৎ করে বিজেপির দাবি, এটা তৃণমূলের চক্রান্ত। বিজেপির মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতেই শাসকদল এই কাজ করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version