অরিজিৎ দে | এই সময় ডিজিটাল

সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। দল অনুমোদন দিলেই ডায়মন্ডহারবারে অভিষেকের বিরুদ্ধে সম্মুখ সমরে নামতে প্রস্তুত ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। তারপর থেকেই রাতারাতি বাম-কংগ্রেসের নয়নের মণি হয়ে উঠেছেন এই তরুণ বিধায়ক। মুখে রাজনৈতিক মতাদর্শে ফারাকের কথা বলেও নওশাদকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এখানেই দানা বেঁধেছে বিতর্ক। ফের একবার ISF-BJP সেটিং তত্ত্ব শোনা গিয়েছে শাসকদলের গলায়। কিন্তু শুভেন্দুর ‘প্রশংসা’-র পিছনে অন্য কোনও কারণ রয়েছে, এই সময় ডিজিটালের সঙ্গে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন নওশাদ। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘বাঘ-ভল্লুক’ নন, বলে জানিয়েছেন ISF বিধায়ক।

শুভেন্দু প্রসঙ্গে বিস্ফোরক নওশাদ

ফের একবার নওশাদের প্রশংসা শোনা যায় শুভেন্দুর মুখে। শুক্রবার নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘আমি জানি নওশাদ আত্মসমর্পণ করার ছেলে নয়।’ বারবার শুভেন্দুর প্রশংসার পিছনে কোনও উদ্দেশ্য থাকতে পারে বলেই মনে করছেন নওশাদ। এই সময় ডিজিটালকে তরুণ বিধায়ক বলেন, ‘শুভেন্দু অধিকারীর মন্তব্যের একাধিক দিক হতে পারে। ভোটের সময় উনি যেমন একের পর এক অবাঞ্ছিত মন্তব্য করেছেন, হতে পারে সংখ্যালঘুদের মন পাওয়ার জন্য এই কথা বলছেন। তবে উনি এটা সঠিক বলেছেন, তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্থ দলের কাছে আমি কখনও মাথা নত করব না।’

Abhishek Banerjee : মোদী দাঁড়ালেও জিতবেন অভিষেক, প্রত্যয়ী তৃণমূল
নওশাদের প্রশংসায় বিজেপির লাভ?

লাগাতার শুভেন্দু নওশাদের প্রশংসা করায় বিজেপির লাভ হবে? একথা মোটেই মানতে রাজি নন আইএসএফের চেয়ারম্যান। বরং ছকের বাইরে হেঁটে একাধিক ইস্যুতে তিনি বিজেপিকে কটাক্ষ করেছেন। নওশাদ বলেন, ‘কার কী লাভ হবে জানি না, কারণ মানুষ ভোট দেবেন। মানুষ জানে রাজ্যের পাশাপাশি গোটা দেশে কী চলছে! ২ কোটি চাকরির আশ্বাস দিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে বিজেপি। ১৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল, ব্যর্থ হয়েছে। গোটা দেশে ধর্মেধর্মে ভেদাভেদ করার চেষ্টা হচ্ছে। মানুষ সব দেখছে। আগামী নির্বাচনে বাংলায় গেরুয়া ও সবুজ আবির ফিকে হয়ে যাবে।’

প্রচারের জন্য ডায়মন্ডহারবার নিয়ে অভিষেককে চ্যালেঞ্জ?

তৃণমূলকে পরাস্ত করাই লক্ষ্য, সংবাদমাধ্যমে প্রচার পাওয়া নয়। সেই লক্ষ্য থেকেই অভিষেকের বিরুদ্ধে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছেন বলে জানিয়েছেন নওশাদ। আইএসএফ বিধায়ক বলেন, ‘আমাকে ও আমার দলকে সব ধরনের সংবাদমাধ্যম অনেক প্রচার দিয়েছে। তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ আমার প্রচার পাওয়ার বিশেষ দরকার নেই। যাঁদের প্রচারের দরকার তাঁরা আলটপকা মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও বাঘ-ভল্লুক নয়। ডায়মন্ডহারবার মডেল নিয়ে আলোচনা হয়। সেখানকার মানুষ কেমন রয়েছেন তা সবাইকে দেখানোই আমার লক্ষ্য।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version