কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?
শীতের আমেজের মধ্যেই কাটবে কালীপুজো। ভাইফোঁটাতেও আবহাওয়ার একই রকম থাকতে পারে। আপাতত মনোরম পরিবেশ থাকবে। আকাশ থাকবে পরিষ্কার। তবে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা আপাতত নেই। কলকাতার তাপমাত্রা ভাইফোঁটা পর্যন্ত ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়াও বইবে উত্তুরে হাওয়া। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
কবে পড়বে শীত?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা অনেকটাই কম। আগামী পাঁচ থেকে সাতদিন একই রকম থাকবে কলকাতার আবহাওয়া। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সন্ধ্যার দিকে থাকবে শীতের আমেজ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি থাকতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে তাপমাত্রার পারদ।
নিম্নচাপের ভ্রুকুটি
পূর্ব মধ্য আরব সাগরে থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এদিন নিম্নচাপ ওই এলাকাতেই শক্তি হারাবে। এর কোনও প্রভাব বাংলার উপর পড়ার কোনও আশঙ্কা নেই। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন ও সংলগ্ন এলাকায়। এছাড়াও উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রভাব বিস্তার করতে পারে পশ্চিমী ঝঞ্ঝা।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
এই মুহূর্তে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া বইছে কলকাতায়। আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকতে চলেছেয চলতি সপ্তাহে কুড়ি ডিগ্রি থেকে বাইশ ডিগ্রির ঘরে থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া অন্যান্য কোনও জেলায় আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নই। ক্রমশ শুকনো জলীয় বাষ্পের পরিমাণ কমবে। ইতিমধ্যেই শীতের আমেজ বেশ বেড়েছে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ বদল না হলেও শীতের আমেজ বাড়বে।