দুর্গাপুজো-কালীপুজো কাটিয়ে উৎসবের মরশুম প্রায় শেষ হওয়া পথে। কিন্তু তাতে কী, শীতকাল আসছে যে। শীতের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির বিশেষ ভাললাগা। পারদ পতন কবে থেকে হবে, সেই নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি হাওয়া অফিস। তবে শীতের স্বাদ চেটেপুটে নিয়ে প্রস্তুত বাঙালি। শীত মানে গোটা রাজ্যজুড়ে শুরু হবে বিভিন্ন মেলা ও উৎসব। তবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা ঘিরে বাঙালির আগ্রহ বরাবরই একটু বেশি। কবে শুরু হবে বইমেলা? চলবেই বা কত দিন? সেই নিয়ে আগ্রহের অভাব নেই বঙ্গবাসীর। আর মধ্যে ফের একবার বইমেলার দিনক্ষণ মনে করাল গিল্ড।

কবে শুরু হচ্ছে বইমেলা?

সাধারণত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তবে চলতি বছরই জানা গিয়েছিল, অন্যান্যবারের তুলনায় ২০২৪-র বইমেলা খানিক এগিয়ে আসছে। বইমেলা আয়োজনের দায়িত্বে থাকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ২০২৪-র ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা। চলবে ৩১ জানুয়ারি অবধি। মেলা চলবে ১৪ দিন। এ বছরের বইমেলার থিম দেশ ব্রিটেন। সেদেশের সাহিত্যিক ও প্রশাসনিক আধিকারিকরাও বইমেলায় উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। এবারেও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


Raj Bhavan Kolkata : রাজভবনের সঙ্গে জুড়ছে কবিগুরুর নাম, নর্থ গেটের নাম বদলে হবে টেগোর গেট
সল্টলেক করুণাময়ীর সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গনে আয়োজিত হবে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা। শনিবার ‘ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার’-এর ফেসবুক পোস্টে ফের একবার বইপ্রেমীদের বইমেলার দিনক্ষণ মনে করিয়ে দেওয়া হয়েছে। এই খবর নিঃসন্দেহে বইপ্রেমীদের জন্য খুশির খবর।

কেন এগিয়ে আনা হল কলকাতা বইমেলা?

পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছিল, মূলত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই এগিয়ে আনা হয়েছে বইমেলা। কলকাতা বইমেলার সঙ্গে পরীক্ষার দিনগুলিকে পৃথক রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে গিল্ড। এমনটাই জানানো হয়েছিল। উল্লেখ্য ২০২৪-এ র মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

২০২৩-র বইমেলায় রেকর্ড

চলতি বছরের বইমেলায় সেন্ট্রাল পার্কে প্রায় ৯০০টি দেশ ও বিদেশের প্রকাশনীর স্টল ছিল। বইমেলার ইতিহাসে এই স্টলের সংখ্যা রেকর্ড বলে জানিয়েছে গিল্ড। বই বিক্রিতেও হয়েছিল রেকর্ড। চলতি বছর স্টলের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে বই বিক্রি বাড়বে বলে আশা উদ্যোক্তাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version