এই সময়: সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষদের স্বল্পমূল্যে চিকিৎসা পরিষেবা দিতে ২০১০ সালে জোকায় চালু হয়েছিল ভারত সেবাশ্রম সঙ্ঘের ১৫০ শয্যার হাসপাতাল। এ বার সেই হাসপাতালেরই ব্যাপক সম্প্রসারণ হতে চলেছে। আরও ৩০০ শয্যার মাল্টি-স্পেশালিটি ‘ফেজ়-টু’ হাসপাতালের উদ্বোধন হতে চলেছে সোমবার, ২৭ নভেম্বর। ফলে হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে হচ্ছে ৪৫০। সঙ্ঘের কার্যকরী সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দ এবং বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সেক্রেটারি স্বামী সুবীরানন্দ উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

বুধবার সঙ্ঘের তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয়, নতুন হাসপাতাল ভবনটি আটতলা একটি বাড়ি। সেখানে তৈরি হয়েছে অত্যাধুনিক ওটি, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, আইসিসিইউ, আইটিইউ, নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। মেডিসিন, সার্জারি ও শিশুরোগ বিভাগের পাশাপাশি থাকছে নেফ্রোলজি বিভাগ, ডায়ালিসিস ইউনিট এবং ফিজিয়োথেরাপি ইউনিট। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ জানান, সব রকমের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে দ্বিতীয় পর্যায়ে এই হাসপাতাল তৈরি করা হয়েছে। এখানেও গরিব মানুষ স্বল্পমূল্যে পরিষেবা পাবেন।

সাংবাদিক বৈঠকে জানানো হয়, সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ গয়ায় তীর্থযাত্রীদের সহযোগিতা করতে যে আশ্রম তৈরি করেছিলেন, এ বছর তার শতবর্ষ অনুষ্ঠিত হচ্ছে৷ ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত শতবর্ষের উদ্‌যাপন চলবে। ১ ডিসেম্বর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও যোগ দেবেন অনুষ্ঠানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version