দার্জিলিঙের পর রায়গঞ্জেও বেশ কিছু হোটেলে বাংলাদেশিদের ঘর ভাড়া দেওয়া নিয়ে বেঁকে বসেছে। মালিকরা জানিয়েছেন, বাংলাদেশিদের ঘর ভাড়া দেওয়া হবে না। মূলত ক্রিকেট বিশ্বকাপে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ের পর থেকেই ঘটনার সূত্রপাত। সামাজিক মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ভারত বিদ্বেষী মন্তব্য ও আচরণের প্রতিবাদে ওপার বাংলার নাগরিকদের নিয়ে এই সিদ্ধান্ত নেয় একাধিক হোটেল। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের একাধিক বড় হোটেলে এমনই চিত্র ফুটে উঠেছে। এই ঘটনা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে আন্দাজ করে হস্তক্ষেপ করার পথে স্থানীয় প্রশাসন।

হোটেল মালিকদের সিদ্ধান্তে প্রশাসনের হস্তক্ষেপ

হোটেল মালিকদের এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারেন বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় হস্তক্ষেপ করার পথে জেলা প্রশাসন। এই ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি। তিনি এই সময় ডিজিটালকে বলেন, ‘হোটেল মালিকদের এই সিদ্ধান্তের কথা আমরা শুনেছি। আমরা খুব দ্রত প্রশাসনিকভঙাবে হোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলব। এই বিষটি কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। আশা করি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।’

তবে হোটেল মালিকদের এই সিদ্ধান্তকে সমর্থন করছেন কেউ কেউ। ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ এই নিয়ে এই নিয়ে হোটেল মালিকদের পাশেই দাঁড়িয়েছেন। রায়গঞ্জের বাসিন্দা রজত রাহা এই প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত সু-সম্পর্ক। দুই বাংলার মধ্যে মিলও অনেকে। কিন্তু বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ের পর বাংলাদেশি নাগরিকদের একাংশ যেভাবে ফেসবুকে কুরুচিকর মন্তব্য করেছেন, তা খুবই কষ্টকর। এমনভাবে অপমান করা হয়েছে আমাদের দেশকে। সেখানে এই ধরনের পদক্ষেপ করার প্রয়োজন ছিল। কারণ বাংলাদেশ অধিকাংশ ক্ষেত্রেই ভারতের উপর নির্ভরশীল। এমনকী স্বাধীনতাও তাঁরা ভারতের জন্য পেয়েছে। সেখানে এমন আচরণ কাম্য নয়।’

West Bengal Hotels : বাংলাদেশিদের নিয়ে কঠোর অবস্থান! দার্জিলিঙের পর বন্ধ আর কোন জেলার হোটেল?
উল্লেখ্য, ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। তারপর থেকে ভারতীয়ে ক্রিকেটার ও দেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করেন বাংলাদেশিদের একাংশ। কুকথা বলা হয় ভারতের নাগরিকদেরও। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে দার্জলিংয়ের একটি হোটেল নিজেদের ফেসবুক পেজ থেকে বাংলাদেশিদের হোটেল না দেওয়ার কথা ঘোষণা করে। নিজেদের ফেসবুক পেজে এই কথা জানায় ওই হোটেলের কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version