শিল্পের কোনও সীমানা হয় না। ওটিটি, ইউটিউবের জমানায় ওপার বাংলার একাধিক অভিনেতা সমান জনপ্রিয় এ বঙ্গেও। ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছেন তাঁরা। তবে অভিনেতাদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগানোর প্রবণতাও নতুন নয়। বাংলাদেশের এক অভিনেতাকে দেখতে হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে – রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যে শুরু বিতর্ক। সমালোচনা বিজেপির।

কী ঘটনা ঘটেছে?

সোমবার দুদিন ব্যাপী নাট্য উৎসবের সূচনা হয় অশোকনগরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও অন্যতম নাট্যকার ব্রাত্য বসু। সেই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। নাট্য উৎসব উপলক্ষে অভিনেতাকে বারবার দেখার জন্য তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার কথা শোনা যায় মন্ত্রীর মুখ থেকে।

কী বললেন মন্ত্রী?

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ‘যদি এই কেন্দ্র থেকে কাকলি ঘোষ দস্তিদার লিড পান, তাহলে আমাদের পক্ষে কাজটা আরও সহজ হয়ে যায়। এই বার্তাটা অশোকনগরের দিকে দিকে ছড়িয়ে দেবেন। আপনারা বলে দেবেন যদি মোশারফ করিমকে দেখতে চান তাহলে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারকে জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে জেতাতে হবে।’ মন্ত্রীর এই বক্তব্যের পরেই শুরু হয় বিতর্ক।’

বিরোধিতা বিজেপির

একটি নাট্য উৎসবের মঞ্চকে কেন রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা হল সে নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। স্থানীয় এক বিজেপি নেতার কথায়, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। আগামী লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রটি তৃণমূলের হাতছাড়া হতে পারে এটা তাঁরা বুঝে গিয়েছেন। সেই কারণেই মানুষকে এরকম প্রলোভ্ন দেখিয়ে ভোটভিক্ষা করতে হচ্ছে। নাট্য উৎসবের মঞ্চকেও তাঁরা নিজেদের প্রচার মঞ্চ হিসেবে ব্যবহার করছেন।

TMC Leader Murder : গোসাবায় TMC নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ, নেপথ্যে সেই দলীয় কোন্দল!
উত্তর ২৪ পরগনার অশোকনগরে দুই দিন ব্যাপী নাট্য উসিসবের সূচনা করা হয়। শহিদ সদন মঞ্চে এই উৎসবের আয়োজন করা হয়েছে। অশোকনগরের সঙ্গতি পার্কের সামনে এদিন নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, জলসেচ দফতরের মন্ত্রী পার্থ ভৌমিক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version