মুর্শিদাবাদে ২৪ ঘণ্টার বেসরকারি বাস ধর্মঘট। বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সিন্ডিকেট। আচমকা ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন বাসযাত্রীরা। এই ধর্মঘটের জেরে সড়কপথে উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই জেলা। রাস্তায় কাজে বেরিয়ে ভোগান্তিতে বহু মানুষ। সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা অবধি চলবে এই ধর্মঘট।

রাজ্য সড়ক ও জাতীয় সড়কের উপর বেনিয়মে অটো এবং টোটোর দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় একদিনের বাস ধর্মঘটের ডাক দিল মুর্শিদাবাদ জেলা বাস মালিক সিন্ডিকেট। তাদের দাবি, টোটো, অটোর দাপটে দিন দিন দুর্ঘটনা যেমন বাড়ছে তেমনি বাসের যাত্রী সংখ্যাও কমছে।

অভিযোগ, বেআইনি ভাবে অটো এবং টোটো যাত্রী পরিষেবার দোহাই দিয়ে রাস্তার উপর দিয়ে চলছে। কোনও রুট ছাড়াই যাত্রী তুলছে নামাচ্ছে তারা। তার ফলে একদিকে বাস চালক ও মালিকদের যেমন ক্ষতি হচ্ছে, অন্যদিকে রাস্তাঘাটে দুর্ঘটনা সংখ্যাও বাড়ছে। এই বিষয়ে সরকারী পরিবহন সংস্থা ও প্রশাসনকে বারংবার জানালেও কোন পদক্ষেপ নেয়নি তারা। তাই এই অটো ও টোটোর দাদাগিরির প্রতিবাদে একদিনের প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বাস মালিক সিন্ডিকেট।

অটো টোটো প্রতিবাদে ২৪ ঘণ্টার ধর্মঘটের জেরে শুধু মুর্শিদাবাদ নন, অসুবিধার মুখে পড়েছেন আশপাশের জেলার বাসিন্দারাও। মুর্শিদাবাদ বেসরকারি বাস পরিবহণ সংস্থার একটি বাসও আজ রাস্তায় না নামায় ব্যাপক সমস্যায় বীরভূম, নদিয়া ও বর্ধমানের বাসিন্দারা। কলকাতায় কাজে আসা মানুষেরাও আটকে পড়েছেন । রাস্তায় গুটি কয়েক সরকারি বাসের দেখা মিলেছে। কিন্তু যাত্রী ভিড়ে তাতে পা রাখা দায়। মুর্শিদাবাদ থেকে সড়কপথে অন্য জেলায় কাজে যেতে ব্যাপক অসুবিধার মুখে বাসিন্দারা।

টোটো রুটে ঢুকছে অটো, অবরোধ-বিক্ষোভ চালকদের
অন্যদিকে, টোটো ও অটোর দাদাগিরির প্রতিবাদে ডাকা বাস মালিকদের এই ধর্মঘটে আদতে পোয়াবারো তাদেরই। এই ধর্মঘটের বাজারে টোটো এবং অটোর রমরমা ছবি চোখে পড়ছে। স্থানীয় যাত্রীদের বাস রুটের দূরের পথ, রিজার্ভে চার পাঁচগুণ ভাড়ায় নিয়ে যাচ্ছেন তারা। রাস্তায় বেরিয়ে বেকায়দায় পড়ে যাত্রীরাও টোটো ও অটো যা ভাড়া চাইছে, তাই দিয়ে দিচ্ছেন। আদতে বাস ধর্মঘটে পকেটের অধিক টাকা খসছে যাত্রীদের আর উলটে এক দিনেই ফুলে ফেঁপে উঠেছে অটো ও টোটো চালকদের রোজগার। এদিন বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে এরপরেও যদি প্রশাসন কোনও পদক্ষেপ না নেয়, তাহলে আগামীতে আরও বড় ধরনের আন্দোলনের পথে হাঁটবেন তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version