জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিবেশের দিক থেকে খুবই জরুরি কাজ। প্রতিবছরই কাজটি করা হয়। বাঘশুমারির কাজ। সারাদেশের বাঘশুমারিরই অংশ এটি। সেই মতো শুরু হল এই কাজ।  

দক্ষিণ ২৪ পরগনা জেলা বন বিভাগের অধীনস্থ সুন্দরবন জঙ্গলে বাঘশুমারির কাজ শুরু হল আজ ২৮ নভেম্বর থেকে। তার আগেই জঙ্গলে কী ভাবে ক্যামেরা বসানো হবে, সেজন্য সজনেখালিতে প্রশিক্ষণও হয়। প্রশিক্ষণে ৫০ জন বনকর্মী অংশগ্রহণ করেছিলেন।

আরও পড়ুন: Arambagh Bus Accident: রেষারেষি করতে গিয়ে ভয়ংকর কাণ্ড, ১ শ্রমিককে পিষে দিয়ে জমিতে নামল বাস

বাঘগণনার জন্য আজ থেকে সুন্দরবনের জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ শুরু হল। ৭৩২টি পয়েন্টে (যেগুলিকে ‘স্ট্র্যাটেজিক পয়েন্ট’ বলা হচ্ছে) ১৪৬৪ টি ক্যামেরা বসানো হবে বলে জানা গিয়েছে। ক্যামেরাগুলি ৩৫ দিন ধরে বাঘের ছবি তুলতে থাকবে। 

উল্লেখ্য, প্রথম ধাপে দক্ষিণ ২৪ পরগনা বিভাগের কিছু এলাকা-সহ সুন্দরবন টাইগার রিজার্ভ এবং পরের ধাপে দক্ষিণ ২৪ পরগনার অবশিষ্ট অঞ্চলে ক্যামেরা বসানোর কাজ করা হবে। বন দফতর সূত্রের খবর, গত আদমশুমারিতে মোট সুন্দরবনে বাঘের সংখ্যা ধরা হয়েছিল ১০১টি।

আরও পড়ুন: Cyclone Michaung: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম! ফের অশনি সংকেত বাংলায়?

এটি করার নানা প্রাকৃতিক দিক রয়েছে। তবে সুন্দরবনের নিরিখে সব চেয়ে বড় কথা হল– বাঘ-মানুষ সংঘাত এড়ানো। সুন্দরবনের কোন অঞ্চলে বাঘের সংখ্য কেমন, তা জেনে মানুষ আগে থেকেই নানা সিদ্ধান্ত নিতে পারে। চোরাশিকারের হাত থেকে বাঘকে রক্ষা করাও খুব জরুরি। জরুরি স্থানীয় মানুষকে বাঘ-বিষয়ে সচেতন করা।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version