এই সময়, বর্ধমান: অনেকদিন আগেই শুরু হয়েছিল তাঁর গাছ বাঁচানোর লড়াই। জেলা ছাড়িয়ে গোটা বাংলা আজ তাঁকে চেনে গাছ মাস্টার নামে। গাছের প্রতি তাঁর সেই ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিতে এবার নতুন ভাবে উদ্যোগী হয়েছেন নাদনঘাটের স্কুল শিক্ষক অরূপ চৌধুরী। গাছ চেনানো, গাছ পরিচর্যা নিয়ে আলাপ-আলোচনার জন্য জেলার প্রবীণ-নবীনদের নিয়ে তিনি তৈরি করেছেন হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ। নাম দেওয়া হয়েছে গাছ গ্রুপ। প্রতিদিন সেই গ্রুপে সদস্য সংখ্যা বেড়ে চলেছে। গাছের কোনও সমস্যা বা বাড়িতে কী গাছ বসানো যায়, তা নিয়ে পরামর্শ চাওয়া হলে মুশকিল আসান হচ্ছে এই গ্রুপেই। এবার বর্ধমানের টাউনহল মাঠে লিট্‌ল ম্যাগাজিন মেলায় স্টল নিয়েছিলেন গাছ গ্রুপের সদস্যরা। সেই স্টলের ব্যানারে লেখা ছিল- পৃথিবীতে সবটাই দেয় তিন জন- মা, শিক্ষা আর গাছ।

মেলায় ঘুরে গিয়েছেন বাচিক শিল্পী জয়ন্ত ঘোষ। গাছ গ্রুপের স্টল নজর কেড়েছিল তাঁরও। বলেন, ‘গাছ নিয়েও যে একটা গ্রুপ হতে পারে, তারা শুধু গাছকে ভালোবাসা নয়, পরিচর্যার বার্তাও দিচ্ছেন, এটা খুব একটা দেখা যায় না।’ বিশিষ্ট গায়ক, গবেষক ও বঙ্গবন্ধু পুরস্কার প্রাপক মানব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অরূপদা ও তাঁর সঙ্গীরা নতুন প্রজন্মকে একটা কথাই শেখাচ্ছেন- যে হাত শিকড়ে জল দিতে জানে, সে হাতে কোনওদিন কুঠার ওঠে না। নগরায়ন, সৌন্দর্যায়নের নামে আমরা বহু গাছ কেটেছি। এবার অন্তত কিছু গাছ লাগাই।’

মেলা চলাকালীন প্রতিদিন দর্শকদের হাতে ক্যুইজ প্রতিযোগিতার মাধ্যমে তুলে দেওয়া হয়েছে চারাগাছ। প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, গাছ বড় করে তার ছবি গ্রুপে দেওয়ার। আবার অনেককে দেওয়া হয়েছে গাছ গ্রুপের বিশেষ বাংলা ক্যালেন্ডার। গাছ বাঁচাতে কী করণীয় তার উল্লেখ রয়েছে সেই ক্যালেন্ডারে। গাছ মাস্টার অরূপ চৌধুরী বলেন, ‘গ্রুপের সকলের চেষ্টায় আমরা অনেকটা এগোতে পেরেছি। আমাদের লক্ষ্য একটাই- এসো গড়ি খণ্ডবন। চারা থেকে বৃক্ষ করার মধ্যেই আমাদের আনন্দ। সেই আনন্দই আমরা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাইছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version