মদ্যপান করে গাড়ি চালানো এবং তার ফলে দুর্ঘটনার ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তায় ফেলছিল পুলিশ প্রশাসনকে। এবার এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে উল্লেখযোগ্য পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ।

এবার থেকে শহরের নামকরা পাব বা রেস্তরাঁগুলির সামনে নাকা চেকিং করার পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ, জানা গিয়েছে এমনটাই। সেক্ষেত্রে এই পাবগুলি থেকে কেউ মদ্যপ অবস্থায় বার হয়ে গাড়ি চালাচ্ছে কিনা, সেই দিকে নজরদারি চালানো সম্ভব হবে।

কেন হঠাৎ এই পদক্ষেপ?
জানা যাচ্ছে, নভেম্বরের ১৭ তারিখ থেকে ২৪ তারিখ -এক সপ্তাহের মধ্যে ৩৫৯টি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর খবর সামনে আসে। এরপরেই এই ধরনের ঘটনা এড়ানোর জন্য নড়েচড়ে বসে পুলিশ। শীতকালে পার্টির মরশুম। লালবাজার সূত্রে খবর, সপ্তাহান্তে নজরদারি আরও বাড়ানো হতে পারে। ডিসেম্বর মাসেই এই ধরনের নজরদারি আরও বাড়ানো হয়ে থাকে। কিন্তু, চলতি বছর তা আরও আগে থেকে শুরু করা হয়েছে।

২০২২ সালে মদ্য়পান করে দুর্ঘটনার যে পরিসংখ্যান ছিল তা কম করতে মরীয়া লালবাজার। আর সেই জন্যই যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে প্রশাসনের তরফে। এর আগে ১০টার পর থেকে শহরের বিভিন্ন ‘পাব জোন’ গুলিতে ‘শ্বাস পরীক্ষা’ করার ব্যবস্থা করা হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে। শহরের সমস্ত ট্রাফিক গার্ড পয়েন্টে যাতে এই যন্ত্র মোতায়েন থাকে, সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ সাধারণ মানুষ পার্টিতে মশগুল থাকেন। আর এই সময় মদ্যপান করে দুর্ঘটনার একাধিক ঘটনা সামনে এসেছিল গত বছর।

Kolkata Police : কঠোর লালবাজার! কলকাতার থানায় থানায় সিসিটিভি নিয়ে গেল নির্দেশিকা
কোনওভাবেই যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য পদক্ষেপ করছে লালবাজার। সূত্রের খবর, গত কয়েক বছরে এই ধরনের ঘটনা অপেক্ষকৃত বেশি রিপোর্ট হয়েছে ইএম বাইপাস, জোড়াবাগান, নিউ পার্ক স্ট্রিট এলাকা থেকে। অপেক্ষাকৃত কম সংখ্যক ঘটনা ঘটেছে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এলাকায়।

শহরের অন্যান্য এলাকাগুলিতে নতুন করে যাতে এই ধরনের ঘটনা মাথাচাড়া দিয়ে না ওঠে, সেই জন্য পদক্ষেপ করা হচ্ছে। পাবগুলির সামনের রাস্তায় ক্রমাগত নজরদারি চালানো হচ্ছে। একইসঙ্গে, রাতের দিকে অতিরিক্ত কড়া প্রহরার ব্যবস্থা থাকছে। প্রসঙ্গত, হেলমেট পরা থেকে শুরু করে মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে বিভিন্ন প্রচারমূলক পোস্ট করা হয় পুলিশের ফেসবুক পেজেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version