অর্ণবাংশু নিয়োগী: যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তাঁর স্ত্রীকেই সাক্ষী! তদন্তের নামে প্রতারণা হচ্ছে? ফের হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য। নদিয়া ধর্ষণ মামলায় এদিন চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি, পরবর্তী শুনানিতে কেস ডায়েরি নিয়ে তদন্তকারী আধিকারিককে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি। পরবর্তী শুনানি আগামী ১৩ ডিসেম্বর।

নদিয়া জেলার এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত অগাস্ট মাসে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এদিন সেই মামলারই শুনানির সময় মামলাকারীর আইনজীবী আদালতে জানান যে, অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকেই এই ঘটনার সাক্ষী করা হয়েছে। পাশাপাশি তিনি আদালতকে আরও জানান যে, নির্যাতিতার পরিবারের এক সদস্যের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগে পালটা মামলা করা হয়েছে। 

যা শুনেই আদালতে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। বলেন, “যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তাঁর স্ত্রীকেই সাক্ষী করেছে পুলিস!” এরপরই বিচারপতি জয় সেনগুপ্ত পুলিসের কাছে জানতে চান,”অগাস্ট মাসের ধর্ষণের ঘটনা, এখনও কেন নির্যাতিতার পোশাক বাজেয়াপ্ত করেনি পুলিস?” শেষে ক্ষোভের সঙ্গে বিচারপতি জয় সেনগুপ্ত মন্তব্য করেন, ‘এটা তদন্তের নামে প্রতারণা হচ্ছে।’ 

প্রসঙ্গত, এদিন ২ ডিসেম্বর বিজেপির খেজুরির সভায় অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত। তখনও একবার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যকে। শাসক দল কি কর্মসূচির ১৫ দিন আগে পুলিসকে জানায়? সবসময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য আদালতে আসতে হবে? মঞ্চের আয়তন জানতে চাইছেন কেন ? শেষবার যখন শাসক দল সভা করেছিল, তখন মঞ্চের আয়তন জানতে চেয়েছিলেন? বিচারপতি জয় সেনগুপ্তর একের পর এক চোখা চোখা প্রশ্নের মুখে এদিন পড়ে রাজ্য।

আরও পড়ুন, Justice Abhijit Gangopadhyay: ‘CBI রিপোর্টে এমন কিছু আছে…’ প্রাথমিক মামলায় ‘বিস্ফোরক’ বিচারপতি গঙ্গোপাধ্যায়!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version