বিচারব্যবস্থায় তো Artificial Intelligence আসেনি। সেই কারণে, বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে। বিচারপতিরা তাঁদের সর্বোচ্চ মেধা ও প্রয়াসের মাধ্যমেই বিভিন্ন মামলার নিষ্পত্তি করেন, এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে কী? বিষয়টি নিয়ে সহমত পোষণ করেননি তিনি।

বিচারপতি বলেন, ‘আমাদের বিচার ব্যবস্থায় তো এখনও পর্যন্ত কৃতিম বুদ্ধিমত্তা প্রয়োগ হয়নি। যে একটা বোতাম টিপবো, তাতে সব হয়ে যাবে।’ সেই কারণে বিচার প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগে বলে মত তাঁর।

কলকাতা হাইকোর্টে অনেক মামলা তাঁর অধীনে দ্রুত শুনানি হচ্ছে, কিন্তু অন্যান্য অনেক বিচারপতির এজলাসে মামলার দ্রুত নিষ্পত্তি হচ্ছে না – এমন প্রশ্নের সঙ্গে একেবারেই সহমত নন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘এভাবে পৃথকীকরণ করা যাবে না। প্রত্যেক বিচারপতি তাঁর নিজস্ব ক্ষমতা, আইন প্রয়োগের ধারণা নিয়ে কাজ করেন। কলকাতা হাইকোর্টে বিচারপতিদের মধ্যে কোনও দ্বিমত নেই।’

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন জানান, বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দিষ্ট সময় লাগে। অনেক ক্ষেত্রে আইনজীবীদের তরফ থেকেও নির্দিষ্ট কিছু সময় প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে যাঁরা মামলা দায়ের করেছেন, তাঁদের তরফ থেকেও সময়ের প্রয়োজন হয়। সেই কারণে পুরো বিষয়টি সম্পন্ন হতে কিছুটা সময় লাগে বলে জানান তিনি।

প্রসঙ্গত,‌ এদিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখতে চান তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের আস্থা ও ভরসা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতে যাবেন বলে মত প্রকাশ করেন তিনি। যদিও এই বিষয়টি নিয়ে বিশেষ কিছু মন্তব্য করতে চাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওঁর রাজনীতিতে যুক্ত হওয়ার ব্যাপারেও কোনও সম্ভাবনা নেই বলেই এদিন জানিয়ে দেন তিনি।

Justice Abhijit Ganguly Latest News: ‘আমি ভগবান নই…’, অধীরের মন্তব্য নিয়ে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। একাধিক রাজনৈতক দল নিজেদের মত পোষণ করেছেন বিষয়টি নিয়ে। অধীর রঞ্জন চৌধুরীর মতের সম্পূর্ণ বিরোধিতা করতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version