সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতি করা হোক। এবার এমনটাই দাবি তুলল পুলিশ ওয়েলফেয়ার কমিটি। দিঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মী সভায় উঠে এল সেই বার্তা। ওয়েলফেয়ার কমিটির দাবি, এই সরকার সিভিক ভলান্টিয়ারদের জন্ম দিয়েছে।

কী জানাল ওয়েলফেয়ার কমিটি

পুলিশ ওয়েলফেয়ার কমিটির এক সদস্য জানান, আমরা চাই আগামী দিয়ে পরীক্ষার মাধ্যমে সিভিক ভলান্টিয়ারদের পদোন্নতি হোক। তাঁরা যোগ্যতার মাপকাঠিতে পরীক্ষা দিয়ে পদোন্নতি করুক। পুলিশ বিভাগের সঙ্গে তাঁরা যাতে সরাসরি যুক্ত হতে পারে, সেই ব্যাপারে আবেদন জানান তাঁরা। পাশাপাশি, করোনা কালীন সময়ে পুলিশ কর্মীরা যে শ্রম দিয়েছেন, তার জন্য সরকারের পক্ষ থেকে কনস্টেবল, এএসআই পদস্থ কর্মীদের যে চিকিৎসা ব্যবস্থার সুবিধা দিচ্ছে সে ব্যাপারেও ধন্যবাদ জানানো হয়।

পুলিশ কর্মীদের সভা

উল্লেখ্য, দিঘায় রবিবার অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মী সভা। রবিবার বিশ্ববাংলা পার্কে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পুলিশকর্মীরা এই বিশেষ কর্মিসভায় উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি রাজ্যের পুলিশ কর্মীদের বিভিন্ন দাবি ও সুযোগ সুবিধা প্রদানে বিশেষ প্রয়াসী। আজ বার্ষিক কর্মিসভায় প্রত্যেক জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাস্য রাউৎ জানান, সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের নির্দিষ্ট নিয়ম রীতি মেনে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি করার বিশেষ বার্তা দেন। দিঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মীসভায় পুলিশদের সার্বিক সুযোগ-সুবিধা ও তাঁদের নিরাপত্তার বিষয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক হয়।

Civic Volunteer Job : সিভিক ভলান্টিয়ারের চাকরি করে দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, অভিযুক্ত তৃণমূল নেতা
২০২০ সাল থেকে বিশেষ করে পুলিশদের সুযোগ সুবিধা দেখার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি কাজ করে আসছে। এই কর্মী সভায় সকল স্তরের পুলিশ কর্মীদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরা হয়। সৈকত সুন্দরী দিঘায় পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মী সভায় সকল কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী দিনে এই ওয়েলফেয়ার কমিটি পুলিশ কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে কাজ করার বার্তা দেবেন বলেও জানানো হয়। রাজ্য সরকার ও পুলিশকর্মীদের বিভিন্ন সমস্যায় বিশেষ করে চিকিৎসায় সহযোগিতা করছে এমনটাই বার্তা দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version