এই সময়, শিলিগুড়ি: সময়মতো দপ্তরে না-আসায় ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের কয়েকজন কর্মী ও আধিকারিককে শোকজ করলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বুধবার সকাল ১০টা ০৫ মিনিটে আচমকাই তিনি একজন নিরাপত্তা কর্মীকে নিয়ে হাজির হন গ্রাম পঞ্চায়েত দপ্তরে। তখনও দপ্তরে অধিকাংশ কর্মীই হাজির হননি। অথচ পরিষেবা নিতে আসা এলাকার বাসিন্দারা গ্রাম পঞ্চায়েত দপ্তরে হাজির। ওই ঘটনায় বেজায় চটে যান বিডিও।

একটু পরেই অবশ্য হাজির হন গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম। সদ্য রাজগঞ্জ ব্লকের দায়িত্ব নিয়ে আসা বিডিওকে চিনতে না-পেরে দেরিতে আসা এক স্বাস্থ্যকর্মী রীতিমতো আঙুল তুলে পাল্টা জবাবদিহি চান বলে অভিযোগ। শেষ পর্যন্ত বিডিও নিজের পরিচয় দিলে বেকায়দায় পড়ে যান তিনি। পরিষেবা নিতে আসা মানুষদেরও ডেকে ডেকে কথা বলেন বিডিও। লক্ষ্মীর ভাণ্ডার মিলছে কি না, সেই ব্যাপারেও খোঁজ নেন। বিডিও-র সাফ কথা, ‘পরিষেবা নিতে আসা মানুষজন কেন কর্মীদের জন্য অপেক্ষা করবেন?’

তিনি বলেন, ‘হাজিরা খাতা পরীক্ষা করে কয়েকজনকে শোকজ করা হয়েছে। তাঁদের শোকজের জবাব সন্তোষজনক না-হলে পদক্ষেপ করা হবে।’ মঙ্গলবারও গজলডোবা রোডে বেআইনি ভাবে চলাচলকারী বালি পাথর বোঝাই চারটি ডাম্পার আটক করেন বিডিও। সাফ জানিয়ে দেন, এমন সারপ্রাইজ ভিজিট নিয়মিত ভাবে চালাতে চান তিনি। গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, ‘কয়েকজন কর্মীকে জেলা পরিষদে পাঠানো হয়েছে। অন্যরা কেন আসেননি, সেটা খতিয়ে দেখা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version