‘রক্তের সম্পর্ক’! পাহাড়ের জন্য কল্পতরু মমতা। বৃহস্পতিবার কার্শিয়াঙে বিয়ে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ বন্দ্য়োপাধ্যায়ের। সেই অনুষ্ঠানে যোগ দিতে এবং একাধিক কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পঙে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই পাহাড়ের মানুষজনকে ঝুলি উপুড় করে একগুচ্ছ উপহার দেন তিনি।

কী কী ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
  • মুখ্যমন্ত্রী বলেন, আগামী দুই দিনে ৩৩ হাজার মানুষ উপকৃত হবে।
  • তিস্তায় বন্যাদের ক্ষতিগ্রস্ত আর্থিক সাহায্য করা হবে।
  • কার্শিয়াঙে ১ হাজার ২০০ জনকে পাট্টা বিলি।
  • পাহাড়ে ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব। দার্জিলিং কালিম্পঙে IT সেক্টর হবে।
  • জিটিএ কে ৭৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা। জিটিএ-র কর্মরা অবসরের পর গ্র্যাচুইটি বাবদ ২০ লাখ টাকা দিতে হবে।
  • জিটিএর রেগুলার এমপ্লয়ি ২০০৯ সালের পে রুল, ২০১৯ সালের পে রুল মোতাবেক বেতন সংশোধন।
  • ২০০৩ সাল থেকে রিজিওনাল স্কিল সার্ভিস কমিশন ফর হিলস বন্ধ। তা চালু করব।
  • সেকেন্ডারি স্কুলে ৫৯০ শূন্যপদে নিয়োগ।
  • দার্জিলিং এবং কালিম্পং জেলা স্কুল বোর্ডের জন্য অ্যাডহক কমিটি তৈরি করা হবে। যাতে সব সুযোগ সুবিধা পাওয়া যায়।
  • জেলা বোর্ডে ১০০০ পদে নিয়োগ।
  • চা সুন্দরী প্রকল্পে তিন লাখ শ্রমিককে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার ঘোষণা। বাড়ি নিয়ে বাড়ি বা পাট্টাও নিতে পারেন।
  • পাহাড়ে তিন লাখ ৩২ হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়ার লক্ষ্য। ৮৩ হাজার বাড়িতে পৌঁছেছে পরিষেবা। বাকি ২০২৪ সালের মধ্যে হবে।

স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাগুলির ফলে রীতিমতো হাততালির বন্যা বয়ে যায়। পাশাপাশি বৃষ্টি নিয়েও উল্লেখযোগ্য মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানের আবহাওয়া দেখুন। বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আমার কাছে আশীর্বাদের মতো।’ পাশাপাশি বিয়ের পর পাহাড়ি বউমা নিয়ম মোতাবেক কলকাতায় এসেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee At Makaibari : মুখ্যমন্ত্রীর পোশাকে পাহাড়ের ছোঁয়া! ‘নতুন’ মমতাকে দেখল দার্জিলিঙের চা বাগান
উল্লেখ্য, দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ২০১৯ সালের নির্বাচনে উত্তরবঙ্গে অনেকটাই গেরুয়া ঝড় দেখা গিয়েছিল। স্বাভাবিকভাবেই সেই চিত্র বদল করতে উদ্যোগী রাজ্য শাসক দল। সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরবঙ্গ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে বিরোধীদের কণ্ঠে। মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version