বিমল বসু: নলেনগুড়ের রসগোল্লা, কিন্তু গুড়ের স্বাদ কই? শ্যুটআউট এবার মিষ্টির দোকানেও! দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে জখম যুবক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। চাঞ্চল্য বসিরহাটে।

আরও পড়ুন:  Midnapur Medical College: মন্ত্রীর পা ধরেও শেষরক্ষা হল না! মেদিনীপুর মেডিক্যালে মৃত্যু নাবালিকার…

ঘটনাটি ঠিক কী? বসিরহাট শহরের প্রাণকেন্দ্রে টাকি রোডের উপরেই ‘মায়া সুইটস’। মিষ্টির দোকানটির যথেষ্ট নামডাক। দিনভর ক্রেতার ভিড় লেগেই থাকে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘড়িতে তখন সাড়ে আটটা। হঠাৎ-ই ওই দোকানের ঢুকে পড়েন কয়েকজন যুবক। নলেনগুড়ের রসগোল্লা নেন তাঁরা। তারপর? স্বাদ ভালো না হওয়ার অভিযোগে দোকান মালিকের উপর চড়া হয় তারা। শুরু হয় বেধড়ক মারধর! শেষে বন্দুক বের করে মিষ্টির দোকানে প্রায় ৬ রাউন্ড গুলিও চালানো হয় অভিযোগ।

আরও পড়ুন: Malbazar: নকশালে ভিড়! শীত পড়তেই রবিবারে পিকনিকে মাতল পাহাড়…

এদিকে ওই দোকানে ছিলেন নবীন দাস নামে এক ক্রেতা। তলপেটে গুলি লাগে তাঁর। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে প্রথমে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা রোগীকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version