এই সময়, বসিরহাট: মিষ্টির স্বাদ পছন্দ হয়নি! তাই মিষ্টির দোকানের মালিকের উপর চড়াও হয়ে চড়-থাপ্পড় মারতে শুরু করে দুষ্কৃতীরা। এখানেই শেষ নয়। আচমকাই বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। একটি গুলি গিয়ে লাগে দোকানে আসা এক খরিদ্দারের পেটে। রক্তাক্ত অবস্থায় ওই যুবক লুটিয়ে পড়তেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালায়। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের টাকি রোডের পাশে একটি মিষ্টির দোকানে। পুলিশ জানিয়েছে, আহত নবীনকুমার দাস নামে ওই যুবককে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় স্থানীয় যুবক নবীনকুমার দাস মিষ্টি কিনতে দোকানে ঢোকেন। সে সময়ে কয়েক জন যুবক হঠাৎ দোকানে ঢুকে নলেন গুড়ের রসগোল্লা খেতে চায়। দোকানি রসগোল্লা দেন। কিন্তু রসগোল্লা খেয়েই দোকানের মালিকের সঙ্গে বচসা বাধায় ওই দুষ্কৃতীরা। তাদের স্বাদ পছন্দ হয়নি বলে দোকানের মালিককে গালিগালাজ করে চড়-থাপ্পড় মারা শুরু করে দেয়। নবীন তখনও মিষ্টির দোকানেই ছিলেন। এরপরেই হঠাৎ আগ্নেয়াস্ত্র বার করে প্রায় ৬ রাউন্ড এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি লাগে নবীনের তলপেটে। যুবককে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়।

দোকানের মালিক তাপস মণ্ডল বলেন, ‘দুষ্কৃতীরা দোকানে ঢুকে নলেন গুড়ের রসগোল্লা চায়। রসগোল্লা খেয়ে বলে এর স্বাদ ঠিক নেই। এরপরেই আমাকে মারধর শুরু করে। দোকানের ভিতরেই কয়েক রাউন্ড গুলি চালায়। সেই গুলি এক খরিদ্দারের পেটে লাগে।’

নবীনকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে কলকাতার হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version