সম্প্রতি ব্যারাকপুর সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিংকে নিশানা করেছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। একাধিক দুর্নীতির পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলে ঘটে যাওয়া একের পর এক খুনের ঘটনায় অর্জুনের দিকেই আঙুল তুলেছিলেন সোমনাথ। রবিবার তৃণমূল বিধায়কের আক্রমণের পালটা জবাব দেওয়ার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে অর্জুনের গলায়। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান কত হবে, তাও জানিয়ে দিয়েছে সাংসদ।

জয় নিয়ে আত্মবিশ্বাসী অর্জুন

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রবিবার বিকেলে অর্জুনের নেতৃত্বে ভাটপাড়ায় মিছিল করে তৃণমূল। জগদ্দলের অকল্যান্ড মিলের মাঠ থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে ভাটপাড়া মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। সেখানেই একচি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সাংসদ। সেখানেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ফল নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা যায় তাঁর গলায়।

অর্জুন বলেন, ‘ব্যারাকপুর থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলাম। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ফের তৃণমূলে ফিরে এসেছি। অন্তর্দ্বন্দ্বের কোনও প্রভাব ভোটে পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ রয়েছে। তিন লাখ ভোটে ব্যারাকপুর ওঁকে রিটার্ন গিফট যদি না দিতে পারি, তখন আপনারা বলবেন।’

সোমনাথ শ্যামকে কটাক্ষ

এদিনের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের সাংসদ। নাম না করে তাঁকে পোলট্রি মুরগি বলে কটাক্ষ করেন অর্জুন। তিনি বলেন, ‘নৈহাটির এক ওষুধের দোকান থেকে ইনজেকশন নিয়ে ওই পোলট্রি মুরগি চেঁচাচ্ছে। ওই ওষুধ ব্যারাকপুরের মধ্যে শুধু নৈহাটিতেই পাওয়া যায়। কারণ সেখানে বড় বড় চিকিৎসকরা বসেন। আমি কারও বিরুদ্ধে আক্রমণ না করি। আমার বিরুদ্ধে কেউ কথা বলে না। কারণ সবার সঙ্গে আমার ভাল সম্পর্ক। আমি জানি না, হঠাৎ করে কোন পোকা কামড়েছে ওঁকে। কোন ইঞ্জেকশন নিয়েছে সেটাও জানি না। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’

কী বলেছিলেন সোমনাথ?

সম্প্রতি একাধিক ইস্যুতে অর্জুনকে নিশানা করেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। আইএনটিটিইউসির এক সভায় বক্তব্য রাখার সময় তৃণমূল বিধায়ক বলেন, ‘২০১১-২০১৯ সাল অবধি ভাটপাড়া পুরসভায় থেকে নানাভাবে ৩০০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। সব কিছুতে ইডি-সিবিআই হলে এটা নিয়ে কেন হবে না!’ সম্প্রতি জগদ্দল ও এলাকায় একাধিক খুনেও অর্জুনের নাম জড়ান তৃণমূল বিধায়ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version