শীতের আমেজে ফুর ফুরে মেজাজ বাঙালির। কলকাতাতেও ‘শীতের মরশুম’। তাপমাত্রা নামল ১৪ ডিগ্রির নীচে। রবিবার মরশুমের শীতলতম দিন। বড়দিন যত এগিয়ে আসছে, ততই যেন দিলদরিয়া হয়ে উঠছে আবহাওয়া। আরও কি নামতে পারে তাপমাত্রার পারদ? ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?

১৪ ডিগ্রির নীচে নামল কলকাতার তাপমাত্রা
শহর কলকাতার তাপমাত্রার পারদ নামছে হু হু করে। ডিসেম্বরের শুরুর দিকে শীতের পথে ‘কাঁটা’ হয়ে দাঁড়ায় সাইক্লোন মিগজাউম। সেভাবে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছিল না। যার দরুন ১৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে ঘোরাফেরা করছিল রাজ্যের তাপমাত্রা। কিন্তু, নতুন করে কোনও সিস্টেম তৈরি হয়নি। এর ফলে বাধাহীনভাবে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে রাজ্যে।

রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ।

২৫ ডিসেম্বর পর্যন্ত কি শীতের আমেজ বজায় থাকবে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে। এখনও পর্যন্ত অবশ্য এই মর্মে কোনও পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের তরফে দেওয়া হয়নি। নতুন করে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ। শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সেলসিয়াসে যথাক্রমে কাঁথি ১৩.২ ডিগ্রি, হলদিয়া ১৪.৫ ডিগ্রি, আসানসোল ১১.৭ ডিগ্রি, পুরুলিয়া ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও নামবে পারদ! রবিবার দিনভর কেমন থাকবে আবহাওয়া

আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট অব্যাহত থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমার সম্ভাবনা। কিছু কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নামতে পারে। বড়দিন এবং নিউ ইয়ার ইভ পর্যন্ত কি রাজ্যের তাপমাত্রা এক থাকতে চলেছে? এই প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্য করেনি আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে শীতের দাপট অব্যাহত থাকতে চলেছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের জেলাগুলিতেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এই সময় পাহাড়ে বেড়াতে যাচ্ছেন অনেকেই। দার্জিলিঙের তাপমাত্রাও নেমেছে অনেকটাই। উপরি পাওনা তুষারপাত। শনিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আপাতত পাহাড়ে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা থাকছে না। ফলে জমিয়ে শীত উপভোগ করতে পারবেন পর্যটকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version