বেশ কয়েক বছর ধরেই সরকারি স্কুলে পড়ুয়াদের ভর্তির বিষয় নিয়ে অভিভাবকদের মধ্যে অনীহা দেখা দিয়েছে। পড়ুয়াদের শিক্ষার জন্য ইংরেজি মাধ্যম স্কুলের দিকেই বেশি ঝুঁকে। স্কুল পড়ুয়াদের পড়াশোনার সুবিধায় অভিনব উদ্যোগ নিল এক সরকারি বিদ্যালয়। পাপেট্রির মাধ্যমে দর্শকদের মনোরঞ্জনের বিষয়টি সকলের জানা। আর এই পাপেট্রির মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের পাঠদানের উদ্যোগ নিয়েছে হাওড়া বাগনানের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পাপেট্রির মাধ্যমেই পড়াশোনা

বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিতে চিরাচরিত পঠন-পাঠন পদ্ধতির ভাবনা। অভিনব উপায়ে শিশুদের মনে পড়াশোনার বীজ বপন করতে পাপেট্রিই হাতিয়ার বাগনানের খাজুট্টি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের। কর্তৃপক্ষের দাবি, এই পদ্ধতি ব্যবহারের ফল মিলেছে হাতেনাতে। বিদ্যালয়ে পড়াশোনার আগ্রহ বেড়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে।

পড়াশোনায় পড়ুয়াদের আগ্রহ বজায় রাখতে শুধুমাত্র পাপেট্রিতেই থেমে নেই স্কুল কর্তৃপক্ষ। শিশুদের মনোরঞ্জনের জন্য নকল পাখির বাসা, গাছপালা, লতা পাতা দিয়ে গোটা বিদ্যালয় সাজিয়ে তোলা হয়েছে।

বর্তমান যুগে বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ছেলেমেয়েদের ভর্তি করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে অভিভাবকদের মধ্যে। আর এই সমস্ত বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি আসরে নেমেছে। কোথাও ফ্লেক্স টাঙিয়ে বিদ্যালয়ের সুযোগ সুবিধা প্রচার করা হচ্ছে, আবার কোথাও শিক্ষক শিক্ষিকারা বাড়ি বাড়ি পৌঁছে সরকারি বিদ্যালয়ের কথা তুলে ধরছেন। সেখান আমতার এই স্কুলের উদ্যোগ নিয়ে শুরু হয়েছে চর্চা।

কী বলছে স্কুল কর্তৃপক্ষ

খাজুট্টি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার সিনহা বলেন, ‘মূলত বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিতে আমাদের সরকার অভিনব কায়দায় পডুয়াদের পাঠদানে উদ্যোগী হয়েছে। এই পাপেট্রির উপর নির্ভর করে বাচ্চাদের মনের মত করে পাঠদান করা যায়। এতে বাচ্চারাও খুব খুশি হয়। তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। যে শিক্ষক এই পাপেট্রির মাধ্যমে পাঠদান করাবেন, তিনি ক্রমে ক্রমে পড়ুয়াদের ভীষণ ভাল বন্ধু হয়ে উঠবেন। অভিনব কায়দায় পাঠদানের কারণে স্কুলে পড়ুয়াদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।’

সম্প্রতি পড়ুয়াদের অঙ্কের উপর ভীতি কাটাতে অভিনব পদক্ষেপ করেছে হাওড়াই এত প্রাথমিক বিদ্যালয়। পড়ুয়াদের অঙ্ক ভীতি দূর করতে আমতার আওড়াগাছি প্রাথমিক বিদ্যালয় স্কুলের ভিতরে ‘ম্যাথ ল্যাব’ চালু করে। ম্যাথ ল্যাবের ভিতর ওজনযন্ত্র, দাড়িপাল্লা, ফিতে, টেপসহ একাধিক জিনিস রাখার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে খুশি অভিভাবকরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version