সোমবার বড় দিন। সামনেই নতুন বছর। গোটা রাজ্য জুড়ে উৎসবের আমেজ। প্রত্যেক বছর এই সময় রাজ্যে বিভিন্ন প্রান্তে নানা ধরনের উৎসব হয়। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকে গড়চুমুক মিনি জু-এর পাশাপাশি বাঁকুড়ার ঐতিহ্যবাহী বিষ্ণুপুর মেলাও উদ্বোধন করেন মমতা।

বিষ্ণুপুর মেলার অফিশিয়াল মার্চেন্ডাইজ

বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যেক বছর বিষ্ণুপুরে মেলার আয়োজন করা হয়। এবার ৩৬তম বর্ষে পা দিল এই মেলা। ২১ থেকে ২৭ ডিসেম্বর অবধি চলবে মেলা। বিষ্ণুপর মেলায় হস্তশিল্পের নানা স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এবারের চমক অফিশিয়াল মার্চেন্ডাইজ। জেলা প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে।

অফিশিয়াল মার্চেন্ডাইজ হিসেবেস বিষ্ণুপুর মেলার লোগো ছাপানো টি-শার্ট ও কফি মাগ বিক্রি করছে জেলা প্রশাসন। মেলা প্রাঙ্গনে থাকা অফিশিয়াল মার্চেন্ডাইজ স্টোর ছাড়াও বাড়ি বসেই পাওয়া যেতে পারে টি-শার্ট ও কফি মাগ। অফিশিয়াল মার্চেন্ডাইজ সংগ্রহ করতে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টের স্ক্রিনশট WhatsApp মারফত 7063111675 নম্বরে পাঠালে বাড়ি বসেই পাওয়া যাবে অফিশিয়াল মার্চেন্ডাইজ। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টিশার্টের দাম ২৯৯ টাকা ও কফি মগের দাম ১৯৯ টাকা।

বিষ্ণপুর মেলার উদ্বোধন মমতার

বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যালে মঞ্চ থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা প্রাঙ্গনে বসেছে হস্ত শিল্পের বিভিন্ন স্টল। এছাড়াও প্রত্যেকদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। একাধিক নামজাদা সংগীত শিল্পী এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। এছাড়াও রয়েছে বিবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক এন সিয়াদ, পুলিশ সুপার বৈভব তেওয়ারি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়-সহ জেলার একাধিক বিধায়ক ও জনপ্রতিনিধি।

কিন্তু উদ্বোধনের দিনই এই মেলাকে কেন্দ্র করে দানা বাঁধে বিতর্ক। সরকারি টাকায় আয়োজিত আকাশে তৃণমূলে দলীয় প্রতীক উড়তে দেখা যায়। দায়িত্বে থাকা সংস্থার দাবি, বিষয়টি পরীক্ষামূলক। কিন্তু তারপরও বিরোধীরা শাসকদলের দিকে আঙুল তুলেছে। এই নিয়ে বাঁকুড়া জেলা প্রশাসনও অস্বস্তিতে পড়েছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version