স্বামী বিবেকানন্দকে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। স্বামীজির গীতা পাঠ এবং ফুটবল খেলা নিয়ে একটি বাণীর সমালোচনা করে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় বয়ে যায় বিভিন্ন মহলে। একের পর এক তৃণমূল নেতা এই বক্তব্যের বিরোধিতা করতে শুরু করেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র থেকে শুরু করে রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এই মন্তব্যের বিরোধিতা করেন।

কী বলেছেন সুকান্ত?

রবিবার ব্রিগেডে গীতাপাঠ কর্মসূচিতে অংশ নিয়ে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর মাঝেই সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক জায়গায় তাঁকে বলতে শোনা যায়, বাংলা বহু যুগ ধরে সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক। পশ্চিমবঙ্গ একটা সময় ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। এরপরেই তিনি বলেn, ‘মাঝে বাংলা কিছুটা বিচ্যুতি হয়েছিল, বামপন্থীদের দ্বারা। এখানে দেখতে পাচ্ছেন অল্প বিদ্যা ভয়ংকরী। গীতাপাঠের থেকে ফুটবল খেলা ভালো যাঁরা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট।’ এই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দের অজস্র বাণীর মধ্যে অন্যতম হল ‘ গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম’ সেক্ষেত্রে স্বামীজির এই বাণী নিয়েই সুকান্ত সমালোচনা করেন বলে মনে করা হচ্ছে।

যদিও, স্বামী কোন প্রেক্ষিতে এই মন্তব্য করেছিলেন, তাঁর বাণীর অন্তর্নিহিত অর্থ কী? সেটা না বুঝেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ধরনের মন্তব্য করেছেন বলেই মনে করছেন অনেকে। গীতা পাঠ অনুষ্ঠানের শেষে সুকান্ত এদিন আরও বলেন, ‘ এখন বাংলা সঠিক পথে যাবে। আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া।’

Narendra Modi : পৌঁছল ‘প্রশংসা’-র চিঠি! ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’-এ আসতে না পেরে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?
সমালোচনা তৃণমূলের

সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরেই একের পর এক তৃণমূল নেতা সমালোচনায় মুখর হন। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘স্বামীজি গীতা ও ফুটবল খেলা নিয়ে যে কথা বলেছিলেন সেই কথার সঙ্গে গীতাকে অপমান করার কোনও বিষয় নেই।’ সুকান্তকে কটাক্ষ করে কুণাল বলেন, ‘কেন স্বামীজি এটা বলেছিলেন সেটা উনি যদি বুঝতেন, তাহলে বিজেপির মতো গোরুর পার্টি করতে উনি যেতেন না।’ সুকান্ত মজুমদারের এই মন্তব্য নিয়ে টুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ট্যুইট তিনি লেখেন, ‘এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা-এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে?’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version