এই সময়: রবিবার ক্রিসমাস ইভের দিন এক সপ্তাহ আগের রবিবারের তুলনায় প্রায় ৭০ হাজার বেশি যাত্রী সওয়ার হলেন কলকাতা মেট্রোয়। এদিন সন্ধে ৬টা পর্যন্ত ২ লক্ষ ৬১ হাজার ৭৫৯ জন টিকিট কেটেছেন বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। শুধু ক্রিসমাস ইভের জন্যই নয়, এদিন প্রাথমিকের টেট ছিল। পাশাপাশি ব্রিগেডে ছিল ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’-এর আসর।

সেজন্য এদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে সকাল ৬টা ৫০ মিনিট থেকেই চালানো হয়েছে মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো সকাল ৭টায় শুরু হয়েছে। সব মিলিয়েই বড়দিনের আগের রবিবার যাত্রীর সংখ্যা অন্য রবিবারের তুলনায় অনেকটা বেড়েছে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের।

মেট্রো রেল সূত্রে খবর, এদিন সন্ধে ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে দমদম স্টেশনে (৩০২৩৭)। এরপরেই রয়েছে এসপ্ল্যানেড (২২১১৮), রবীন্দ্র সদন (১৭৯২৮) এবং দক্ষিণেশ্বর (১৬১৫৩)। আজ, সোমবার বড়দিনে অন্য দিনের তুলনায় দেরিতে শুরু হবে পরিষেবা। মেট্রো সূত্রে খবর, সোমবার সকাল ৯টা থেকে ট্রেন চলাচল শুরু হবে দক্ষিণেশ্বর থেকে।

সারা দিন আট মিনিটের ব্যবধানে চলবে ট্রেন। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ গামী শেষ ট্রেন ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। আবার, কবি সুভাষ থেকে রাতের শেষ ট্রেনের পথ চলা শুরু হবে ১১টা ১০ মিনিটে।

Kolkata Metro : অরেঞ্জ লাইনের কাজে গতি, রেডি হচ্ছে আরও ২ স্টেশন
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ২০ মিনিটের ব্যবধানে সারা দিনে ৯০টি ট্রেন চলবে। পরিষেবা মিলবে সকাল ৬টা ৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত। শেষ ট্রেন সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন থেকে যাত্রা শুরু করবে ৯টা ৪০ মিনিটে। যাত্রীদের হয়রানি রুখতে বাড়তি টিকিট কাউন্টার খোলা হবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে বাড়তি আরপিএফ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version