গত রবিবার ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তা ছিল অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ। তবে নেপথ্যে গেরুয়া যোগ স্পষ্ট বলেই মতামত ছিল ওয়াকিবহাল মহলের। এবার পালটা গীতাপাঠ কর্মসূচি নিতে চলেছে তৃণমূল?

নতুন বছরেই দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটির উদ্বোধন করবেন। তার আগে রাজ্যের মন্ত্রী অখিল গিরি উল্লেখযোগ্য মন্তব্য করলেন। তিনি জানান, যে সময় দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হবে তখন গীতাপাঠের আয়োজন করা হবে।

ঠিক কী জানিয়েছেন অখিল গিরি?

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমাদের চণ্ডিপাঠের পরিকল্পনা ছিল। কিন্তু, কোনও কারণবশত তা হচ্ছে না। আমরা জেলার পক্ষ থেকে ব্রাহ্মণদের নিয়ে এসে গীতাপাঠ করব। প্রায় দশ হাজার মানুষ উপস্থিত থাকবেন।’ তবে কবে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, তা নির্দিষ্ট করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানান তিনি।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে এক প্রতিবাদ মিছিলে যোগদান করেন তিনি। সেখানেই জগন্নাথ মন্দির নিয়ে এই মন্তব্য করেছেন অখিল গিরি। যদিও বিজেপি বা অন্য কোনও সংগঠনের দ্বারা প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, এমনই স্পষ্ট মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে।

উল্লেখ্য, দিঘায় পুরীর আদলে একটি জগন্নাথ মন্দির তৈরি করার উদ্য়োগ নিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই কাজ শুরু হয় এবং দ্রুত সেই কাজ যাতে সম্পন্ন হয় সেই চেষ্টাও করা হচ্ছে প্রশাসনের তরফে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এপ্রিল মাসের মধ্যে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করা হবে। সেই সময়ই গীতা পাঠের আসর বসবে বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অখিল গিরির এই মন্তব্যের পরেই জেলা রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। BJP রীতিমতো কটাক্ষের সুর হেনেছে। কিছুদিন আগেই বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছিলেন, ‘তৃণমূল গীতা পাঠ যে হতে পারে তা ভাবতেও পারেনি। সেই জায়গায় এই কর্মসূচি সফল হয়েছে। বহু মানুষ এসেছিলেন এবং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।’

Narendra Modi : পৌঁছল ‘প্রশংসা’-র চিঠি! ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’-এ আসতে না পেরে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?
উল্লেখ্য, ব্রিগেডে গীতাপাঠ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ওই দিনই আবার ছিল রাজ্য টেট পরীক্ষা। মনে করা হচ্ছে, সেই বিষয়টির কথা মাথায় রেখেই নিজের কর্মসূচি বদলান নমো। যদিও আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version