কী জানা যাচ্ছে?
মেদিনীপুর পুরসভার তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে সামিল তৃণমূলেরই একাংশ। শুধু প্রতিবাদেই শেষ নয়, পুর প্রধানকে অপসারণের দাবি তুললেন তাঁরা। পাশাপাশি, পুর প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ সামনে এনেছেন তাঁরা। যদিও, বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি পুর প্রধান।
কী অভিযোগ রয়েছে?
নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেওয়া মেদনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খানের বিরুদ্ধে তৃণমূলেরই ১০ জন কাউন্সিলর অবস্থানে বসল এদিন। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের অভিযোগ, তাঁদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছেন মেদনীপুর পুরসভার পুরপ্রধান। পুর প্রধানের স্বৈরাচারী সিদ্ধান্ত, ফান্ড ভাগ না করার প্রতিবাদ, উন্নয়নের অর্থে মোচ্ছব করা সহ একাধিক অভিযোগ রয়েছে। এরকম একাধিক দাবিকে সামনে রেখে তৃণমূলেরই একাংশ কাউন্সিলর অবস্থানে বসেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধানের চেম্বারের সামনে।
বুধবার তাঁরা পুরপ্রধানের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ অবস্থান দেখান। অভিযোগ, পুরপ্রধান তৃণমূলেরই কিছু কাউন্সিলরকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী মনোভাব নিয়ে পুরসভা চালিয়ে যাচ্ছে। তৃণমূলের যে সমস্ত কাউন্সিলররা বিক্ষোভ অবস্থানে বসেছেন, তাঁদের মধ্যে অন্যতম মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, শহর মহিলা কংগ্রেসের সভাপতি মৌ রায়, জেলা সভাপতি সুজয় হাজরার স্ত্রী মৌসুমী হাজরা। যদিও এদিন এখনও পর্যন্ত পুরপ্রধান সৌমেন খান আসেননি পুরসভায়। ফোনেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, মেদিনীপুর পুরসভার ২৫টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২০টি আসন।
কী বললেন বিক্ষোভকারীরা?
এক বিক্ষোভকারী কাউন্সিলর বলেন, ‘ আমাদের এই পুরসভা দেড়শো বছরের বেশি পুরনো। আমাদের দল যাঁকে চেয়ারম্যান নির্বাচিত করেছে, সেই দাবিকে সম্মান জানিয়ে সবার সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত নিয়েছে। কিন্তু, দেখা যাচ্ছে ওয়ার্ডে পর্যাপ্ত শ্রমিক না দিয়ে সেই টাকায় মোচ্ছব করা হচ্ছে।’ এছাড়াও নতুন চেয়ারম্যানের আমলে আর্থিক দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে মেদিনীপুর পুরসভা। এরকম একাধিক বিষয়ে পুর চেয়ারম্যানকে কাঠগড়ায় দাঁড় করায় কাউন্সিলরদের একাংশ। সেই কারণেই পুরসভার চেয়ারম্যানের অপসারণের দাবি তুলেছেন তাঁরা। বিষয়টি নিয়ে সকলে জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন তাঁরা।
