ঠিক কী ঘটনা?
দুর্গাপুরের সিটি সেন্টারে একটি ১৪ তলা বহুতল আবাসনে লিফটের মধ্যে আটকে পড়েন ছ’জন আবাসিক। সিটি সেন্টারের কোর্ট ভবনের থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকে বহুতল আবাসন। লিফটে আটকে পড়া আবাসিকদের চিৎকার শুনে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছন। দমকল কর্মীদের তৎপরতায় লিফটের ভেতর থেকে উদ্ধার করা হয় আবাসিকদের। হাইড্রোলিক স্পেডারের সাহায্যে লিফট আটকে থাকা আবাসিকদের বাইরে বের করে নিয়ে আসা হয়।
দমকল সূত্রে খবর, এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই যাত্রীরা লিফটের ভিতরে আটকে ছিলেন। ভার বহন ক্ষমতার তুলনায় বেশি সংখ্যায় আবাসির লিফটে উঠে যাওয়ার কারণে তৈরি হয় বিপত্তি। মাঝপথে বন্ধ হয়ে যায় লিফট। তবে যাত্রীদের সকলেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।
কী বলছেন দমকলকর্মীরা?
এক দমকলকর্মী রিপণ বড়ুয়া বলেন, ‘আমাদের কাছে এই বহুতলের অফিস থেকে ফোন করা হয়। কয়েকজন আবাসিক লিফটে আটকে পড়েছেন বলে জানানো হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে চলে আসি। তৎপরতার সঙ্গে আমরা উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার করে আটকে পড়াদের বাইরে বের করে আনতে আমাদের ৪০ মিনিট সময় লেগেছে। ওঁরা এক ঘণ্টা ভিতরে আটকে ছিলেন বলেই জানিয়েছেন। নিজেদের কাটার ব্যবহার করে লিফট চিড়ে বাইরে বের করে আনা হয়েছে।’
আটকে পড়া এক ব্যক্তি বলেন, ‘আমরা এখন ঘণ্টার বেশি লিফটের মধ্যে আটকে ছিলাম। লিফটে পড়ে উপরে ওঠার সময় এই ঘটনা ঘটে। অনেকেই বলছেন অতিরিক্ত যাত্রী ওঠার কারণে এই ঘটনা ঘটেছে। তবে বাইরে কোথা লেখা ছিল না যে সর্বোচ্চ কতজন যাত্রী সেখানে উঠতে পারবেন। ‘