তাঁকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই নন্দিনী চক্রবর্তীকেই এবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব হিসেবে ঘোষণা করল সরকার। এর আগে তিনি পর্যটন সচিবের দায়িত্ব সামলেছিলেন।
উল্লেখ্য, রাজ্যের মুখ্য সচিব হচ্ছেন বি পি গোপালিকা। আর তাঁর বদলে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পাচ্ছেন নন্দিনী। এর আগে এই পদের জন্য প্রভাত কুমার মিশ্রের নাম উঠে এসেছিল। কিন্তু, শেষ পর্যন্ত বেছে নেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে।
উল্লেখ্য, রাজ্যের মুখ্য সচিব হচ্ছেন বি পি গোপালিকা। আর তাঁর বদলে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পাচ্ছেন নন্দিনী। এর আগে এই পদের জন্য প্রভাত কুমার মিশ্রের নাম উঠে এসেছিল। কিন্তু, শেষ পর্যন্ত বেছে নেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে।
তিনি ১৯৯৪ ব্যাচের IAS। এর আগে একাধিক গুরুদায়িত্ব তিনি পালন করেছেন। এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি। কিন্তু, তাঁকে পর্যটন দফতেরর প্রধান সচিব পদে বদলি করে নবান্ন। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।
উল্লেখ্য, গত বছর সরস্বতী পুজোর দিন রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ‘হাতে খড়ি’ অনুষ্ঠান থেকেই নন্দিনী চক্রবর্তীকে নিয়ে বিতর্ক শুরু হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, এই অনুষ্ঠান নন্দিনীর মস্তিস্কপ্রসূত। শুধু তাই নয়, রাজ্যপালের কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগানেও তাঁরই ইন্ধনের দিকে ইঙ্গিত দিয়েছিলেন বিরোধী দলনেতা। নন্দিনীর রাজভবন থেকে বদলির পর রাজনৈতিক তরজাও তুঙ্গে ওঠে।