উত্তম কুমার সিনেমায় কোন গাড়ি চালিয়েছেন? হেমন্ত মুখোপাধ্যায়ের গাড়ি ছিল কেমন? চাক্ষুষ করতে চান সেগুলি? তাহলে আপনার জন্য থাকছে বড় সুযোগ। ভিনটেজ বা পুরনো দিনের গাড়ির সম্ভার নিয়ে প্রদর্শনীর আয়োজন হচ্ছে শীঘ্রই। কলকাতার আলিপুর জেল মিউজিয়াম -এ হতে চলেছে সেই প্রদর্শনী।

কী জানা যাচ্ছে?

আগামী ১৪ জানুয়ারি কলকাতা আলিপুর জেল মিউজিয়াম এই পুরনো গাড়ির প্রদর্শনীর আয়োজন করা হতে চলেছে। আলিপুর মিউজিয়াম ও ক্লাসিক ড্রাইভারস ক্লাবের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রদর্শনীতে একাধিক দুষ্প্রাপ্য গাড়ি দেখার সুযোগ মিলবে সেই প্রদর্শনীতে। ভিন্টেজ গাড়ির পাশাপাশি থাকছে পুরনো আমলের বাইকও।

কী দেখা যাবে?

জানা গিয়েছে, এই প্রদর্শনীতে মোট ৬৫টি গাড়ি এবং ৩০টি মোটর সাইকেল দেখানো হবে। ১৯৩৫ সালের ফোর্ড ১০ ট্যুরার গাড়িরও দেখা মিলবে এই প্রদর্শনীতে। এর পাশাপাশি অন্যতম চমক হিসেবে থাকছে উত্তম কুমারের সিনেমায় ব্যবহৃত গাড়ি, গায়ক হেমন্ত মুখোপাধ্যায় ব্যবহৃত ১৯৪৮ সালের প্লেমাউথ গাড়ি। গাড়িটিকে ভালোবেসে নিলু বলে ডাকা হতো। সেই গাড়িটিও থাকছে। পাশাপাশি, থাকছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বাইক, রাজদূত বাইক।
আগে মূলত, ভিন্টেজ গাড়ির প্রদর্শনী করা হতো প্রাইভেট ক্লাবে করা হতো। সেক্ষেত্রে সাধারণ দর্শকরা এই সমস্ত পুরনো ঐতিহ্যশালী গাড়ি দেখার সুযোগ পেতেন না। তবে সাধারণ দর্শকদের কথা ভেবেই এবার আলিপুর জেল মিউজিয়ামের মধ্যে এই গাড়ির প্রদর্শনী করা হতে চলেছে।

কী ভাবে টিকিট পাবেন?

ক্লাসিক ড্রাইভারস ক্লাবের তরফে জানানো হয়েছে, এই প্রদর্শনীর জন্য আলাদা কোনও টিকিট লাগছে না। সেক্ষেত্রে আলিপুর জেল মিউজিয়ামের টিকিট কাটলেই এই প্রদর্শনী দেখার সুযোগ মিলবে। ১৪ জানুয়ারি, যে সকল দর্শকরা আলিপুর জেল মিউজিয়াম ঘুরতে যাবেন, তাঁরা এই দুষ্প্রাপ্য গাড়িগুলি দেখার সুযোগ পাবেন। সাধারণত, দুপুর ১২টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকে মিউজিয়াম। মিউজিয়ামের জন্য ৩০ টাকা টিকিট নেওয়া হয়। এছাড়া মিউজিয়ামের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য ১০০ টাকা টিকিট নেওয়া হয়। গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা চার্জ রয়েছে।

Taki Tour: বর্ষবরণের পিকনিকে জমজমাট টাকি
স্বাভাবিকভাবেই, মিউজিয়াম গেট থেকে নিজেদের জন্য টিকিট কেটে নিয়ে এই প্রদর্শনী দেখে নেওয়ার সুযোগ পাবেন দর্শকরা। কলকাতা শহরে বহু পুরনো আমল থেকে দেশি বিদেশি গাড়ির চল ছিল। বনেদিয়ানার সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় সেইসব পুরনো গাড়ি দেখে নেওয়ার সুযোগ ছাড়বেন কেন? ১৪ জানুয়ারি ডেস্টিনেশন হোক কলকাতা জেল মিউজিয়াম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version