দেবস্মিতা দাস: দু-মাস পর চোখ খুলে প্রথম বলেছিল ‘আমার ডাক্তার’, চোখে জল চলে এসেছিল। এমনই বহুল অভিজ্ঞতায় ভরা তাঁর ঝুলি। মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারাটাই তাঁর পেশা, তাও আবার অনন্য কায়দায়। ব্রেনের জটিল থেকে জটিলতম রোগ তিনি সারিয়ে তোলেন, এমনকী অজ্ঞান না করেই রোগীর অস্ত্রোপচার করে নজির তৈরি করেছেন তিনিই নিউরোসার্জন ডা. অমিতাভ নন্দী। 

আরও পড়ুন, Attack on ED | Governor CV Ananda Bose: হাসপাতালে গিয়ে আহত ইডি আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের..

শুরুটা সেই ২০১২, পূর্ব ভারতে তিনিই প্রথম করলেন Awake Barin Surgery, এরপর বহু জল গড়িয়েছে ২০২৪-এ ১০০তম সফল অস্ত্রোপচার করেছেন তিনি। অভিনব পদ্ধতিতে রোগীকে জাগিয়ে রেখে ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের জন্য তিনি সুপরিচিত। ৩৫ বছরের কর্মজীবনের এমনই বেশ কয়েকটি অত্যাশ্চর্য ঘটনার বিবরণ রয়েছে তাঁর লেখা ‘নিউরোসার্জনের ডায়েরি’ বইতে। এই বইতে শুধু কেস স্টাডি নয়, রয়েছে ব্রেন সংক্রান্ত খুঁটিনাটি যাবতীয় তথ্য।

আরও পড়ুন, Justice Abhijit Gangopadhyay: ‘রাজ্যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে’, ইডি আধিকারিকদের দেখতে হাসপাতালে বিচারপতি..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version