কিডন্যাপ হওয়া ৬ বছরের এক শিশুকন্যাকে মহারাষ্ট্রর পুণে থেকে উদ্ধার করল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে স্থানীয় বাসিন্দা সঞ্জয় মণ্ডলের বাড়িতে তাঁর শ্যালিকার পরিচিত প্রশান্ত রাজবংশী নামে এক যুবক আসে। কৃষ্ণগঞ্জের বানপুর কালীতলায় মণ্ডল পরিবারে ৪ দিন থাকার পর ফিরে যায় সে। তারপর ফের একদিন আসে প্রশান্ত। অভিযোগ, প্রশান্ত ফিরে যাওয়ার পর আর সঞ্জয় মণ্ডলের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অনেক খোঁজাখুঁজির পর গত ৪ ডিসেম্বর কৃষ্ণগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করে শিশুটির পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশন সূত্র ধরে মহারাষ্ট্রর পুণেতে গিয়ে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। সঙ্গে শিশুটির পরিবাবের সদস্যরাও ছিলেন। লাগাতার ৩ দিন অনুসন্ধানের পর শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রশান্ত রাজবংশীকে। শুক্রবার বিকেলে ধৃতকে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। শনিবার অভিযুক্তকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। শিশুটিকেও গোপন জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারনে শিশুটিকে নিয়ে গিয়েছিল প্রশান্ত, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এই বিষয়ে শিশুকন্যার বাবার অভিযোগ, ‘আমার শ্যালিকার সঙ্গে ওই ছেলেটার ভালোবাসার সম্পর্ক। আমার মেয়ে আতঙ্কের মধ্যে রয়েছে। মেরে দাঁত ভেঙে দিয়েছে। চার্জারের তার দিয়ে পিঠে মেরেছে। তবে পুলিশকে ধন্যবাদ। পুলিশ না সহযোগিতা করলে আমার মেয়েকে উদ্ধার করতে পারতাম না।’ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন ওই শিশুকন্যাকে অপহরণ করা হল, ঘটনার নেপথ্যে সঞ্জয় মণ্ডলের শ্যালিকার কোনও ভূমিকা আছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

প্রসঙ্গত, গত বছর মে মাসে হুগলিতে এক আড়াই মাসের শিশুকে অপহরণের অভিযোগ ওঠে। লক্ষাধিক টাকার মুক্তিপণ চেয়ে ফোন যায় শিশুটির বারা কাছে। যার জেরে গোটা পরিবারের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে। যদিও উদ্বিগ্ন পরিবারের স্বস্তি ফেরে কিছু সময়ের মধ্যেই। হুগলি গ্রামীন পুলিশের তৎপরতায় আড়াই মাসের শিশুকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় পরিবারের হাতে।

জানা গিয়েছিল, পান্ডুয়ার সারদাপল্লী এলাকায় বাসিন্দা মনোরঞ্জন সাহা পেশায় ব্যবসায়ী। ঘটনার দিন মনোরঞ্জনের আড়াই মাসের ছেলেকে বাড়ি থেকে ১০০ মিটার দূরে বাইকে করে ঘোরাতে নিয়ে যান তাঁর এক পরিচিত যুবক। সেই সময়ই ঘটে যায় অপহরণের ঘটনা। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করে পরিবারে ফিরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version