হাওড়া শাখার একাধিক শাখায় ট্রেন বাতিল। আগামী 07 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত হাওড়া ওল্ড কমপ্লেক্সে 15 নম্বর প্ল্যাটফর্মের উপর ট্র্যাফিক-কাম-পাওয়ার ব্লক থাকবে। সেই কারণে কিছু ট্রেন বাতিল করা হচ্ছে, কিছু ট্রেন আংশিক ভাবে চালানো হবে।

কী ট্রেন বাতিল হচ্ছে?

হাওড়া থেকে আপ শাখায় ট্রেন বাতিল হচ্ছে 1) 38303 হাওড়া-মেচেদা লোকাল, 2) 38421 হাওড়া-পাঁশকুড়া লোকাল, 3) 38425 হাওড়া- পাঁশকুড়া লোকাল, 4) 38435 হাওড়া- পাঁশকুড়া লোকাল, 5) 38441 হাওড়া- পাঁশকুড়া লোকাল, 6) 38317 হাওড়া- পাঁশকুড়া লোকাল, 7) 38449 হাওড়া- পাঁশকুড়া লোকাল, 8) 38451 হাওড়া- পাঁশকুড়া লোকাল বাতিল করা হচ্ছে।

ডাউন লাইনে কোন ট্রেন বাতিল?

হাওড়াগামী ট্রেন বাতিল হচ্ছে, 1) 38308 মেচেদা-হাওড়া লোকাল, 2) 38312 মেচেদা-হাওড়া লোকাল, 3) 38436 পাঁশকুড়া-হাওড়া লোকাল, 4) 38440 পাঁশকুড়া-হাওড়া লোকাল, 5) 38450 পাঁশকুড়া-হাওড়া লোকাল, 6) 38456 পাঁশকুড়া-হাওড়া লোকাল বাতিল করা হচ্ছে।

সাঁতরাগাছিতে আংশিক ভাবে ট্রেন চালানো হবে –

1) 38306 মেচেদা-হাওড়া লোকাল, 2) 38408 পাঁশকুড়া-হাওড়া লোকাল, 3) 38412 পাঁশকুড়া-হাওড়া লোকাল, 4) 38414 পাঁশকুড়া-হাওড়া লোকাল, 5) 38104 উলুবেড়িয়া-হাওড়া লোকাল, 6) 38808 মেদিনীপুর-হাওড়া ফাস্ট লোকাল, 7) 38418 পাঁশকুড়া-হাওড়া লোকাল, 8) 38422 পাঁশকুড়া-হাওড়া লোকাল, 9) 18034 ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস

সাঁতরাগাছি থেকে আংশিকভাবে চলবে – 1)38403 হাওড়া- পাঁশকুড়া লোকাল, 2) 38103 হাওড়া-উলুবেড়িয়া লোকাল, 3) 38409 হাওড়া- পাঁশকুড়া লোকাল, 4) 38105 হাওড়া-উলুবেড়িয়া লোকাল, এবং 5) 38417 হাওড়া- পাঁশকুড়া লোকাল। উল্লেখ্য, হাওড়া শাখায় কিছুদিন আগেও ট্রেন চলাচলে বিপত্তি ঘটেছিল। চূড়ান্ত সমস্যার মধ্যে পড়েছিল যাত্রীরা।

Howrah Main Line : রবিবার হাওড়া শাখার বিভিন্ন লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল, ছুটির দিনেও ভোগান্তির আশঙ্কা
ওভারহেডের তার ছিড়ে হাওড়া স্টেশনে ১৩, ১৪ এবং ১৫ নং প্ল্যাটফর্ম থেকে চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। দক্ষিণ পূর্ব রেলের লোকাল ট্রেন চলাচলে বড় সমস্যা কারণে ভুগতে হয় যাত্রীদের। হাওড়া স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছিল বলে জানা যায়। যে এরপরে রেলের কাজ হওয়ার জন্য ফের একগুচ্ছ বাতিল হচ্ছে। সমস্যায় পড়তে হবে যাত্রীদের বলেই মনে করা হচ্ছে। টানা ১৫ দিন ধরে সমস্যা থাকার কারণে যাত্রীদের টানা সমস্যায় ভুগতে হবে। তবে এই পনেরো দিনের মধ্যেই রেলের সমস্যা মিটিয়ে ফেলা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version