Dyfi Leader Minakshi Mukherjee,‘মীনাক্ষী নয়, দলের ডাকে এসেছি ব্রিগেডে’! মন্তব্য DYFI নেত্রীর বাবা-মায়ের – came to brigade at the party call says dyfi leader minakshi mukherjee parents


এই সময়, আসানসোল: রাজ্যের বহু জায়গায় দেখা গিয়েছে তাঁর কাটআউট। গত তিন মাস মেয়ের সঙ্গে দেখাও হয়নি বাবা সাগর মুখোপাধ্যায় ও মা পারুল মুখোপাধ্যায়ের। ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রায় তাঁদের মেয়েই ছিল প্রধান মুখ। ইনসাফ যাত্রা শেষে তাঁদের মেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখেই ব্রিগেড সমাবেশ করল সিপিএমের যুব সংগঠন। রবিবার সেই সমাবেশে কুলটি থেকে এসেছিলেন সাগর ও পারুল।

তবে জানিয়ে দিলেন, শুধু মেয়ের কারণে তাঁরা ব্রিগেডে আসেননি, এসেছেন দলের কর্মসূচিতে অংশ নিতেই। কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে একাধিক ইস্যুতে জেলার প্রত্যন্ত প্রান্তে দু’মাস ধরে হেঁটেছেন কুলটির চলবলপুরের বাসিন্দা মীনাক্ষী। সভা শেষে মা, বাবার সঙ্গে মঞ্চ থেকে নেমে কথা বলেন মীনাক্ষী। বলেন, ‘সাবধানে যেও।’ পাল্টা মা মেয়েকে বলেন, ‘সাবধানে থাকিস। কবে বাড়ি যাবি?’ মীনাক্ষী বলেন, ‘জানিয়ে দেবো। এখন তো বড় লড়াই হচ্ছে।’

বাংলা-ঝাড়খণ্ড সীমানার একটি গ্রামের বছর ৩৬-এর মেয়ে যখন ব্রিগেডের মতো জনসভায় প্রধান বক্তা হিসেবে ভাষণ দিচ্ছিলেন তখন বাবা, মায়ের অনুভূতি কেমন ছিল? জবাবে বাবা-মায়ের মন্তব্য, ‘আমরা ওকে শুধু এক জন মেয়ে মনে করি না। ও একা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে লাল পতাকার নীচে কয়েক হাজার ছেলেমেয়ে অন্য, বস্ত্র, বাসস্থান, কাজের দাবি, ১০০ দিনের টাকার জন্য লড়াই করে চলেছে। ওদের ইনসাফ যাত্রা যে সফল তা আজকের সমাবেশ প্রমাণ করেছে।’

DYFI Brigade Rally : ‘বামপন্থীরা রক্তবীজের ঝাড়…’, শূন্য থেকে শুরুর টনিক মীনাক্ষীর
কেন্দ্রে ক্ষমতাসীন দল ধর্ম, জাতির ভিত্তিতে ভাগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে পারুল বলেন, ‘তার ভিত্তিতে আজকের ব্রিগেড সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সাগর জানাচ্ছেন, তাঁরা সীনাক্ষীর মা-বাবা হিসেবে ব্রিগেডে আসেননি। বলেন, ‘আমরা এসেছি এ রাজ্যের মেহনতি মানুষের লড়াইয়ে সামিল হতে। দুর্নীতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কাজের দাবিতে সকলের সঙ্গে পা মিলিয়ে ব্রিগেডে পৌঁছেছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *