সরকারি দফতরে কাজ (ইন্টার্নশিপ)-এর সুযোগ!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘আমি চাই যৌবন অবস্থা থেকেই সরকারি কাজের প্রশিক্ষণ নিতে শিখুক তরুণ প্রজন্ম। এই বছর থেকে আড়াই হাজার ছাত্রছাত্রীকে এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাঁরা পড়ছেন তাঁরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। যদি তাঁরা ভালো কাজ করে সেক্ষেত্রে তাঁদের যোগ্যতার মাপকাঠি বিচার করে তাঁদের চাকরিটাও রিনিউ করা যেতে পারে।’ মুখ্যমন্ত্রীর ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মূলত প্রশাসনিক কাজকর্মের জন্য যাঁরা বিভিন্ন সরকারি পরীক্ষা দিচ্ছেন, তাঁদের কাছে এই সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই বছর থেকে আড়াই হাজার ছাত্রছাত্রীকে এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হবে
মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা এদিন SC-ST পড়ুয়াদের জন্য পদক্ষেপ করলাম। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে, ডাক্তারি নিটের প্রবেশিকা পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা এদিন থেকে করা হল। এই প্রকল্পের নাম দিলাম যোগ্যশ্রী। এরা একদিন যোগ্য হয়ে উঠবে। আগেও আমরা এই উদ্যোগ নিয়েছি। তাতে সাফল্য এসেছে। ২৮৮০ জন ছাত্রছাত্রীর মধ্যে ২২৫৪ জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে সুযোগ পেয়েছে।’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় স্কুল ছুটের হার কমছে। যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে দেশের টপ বিশ্ববিদ্যালয় বলে অভিহিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার জন্য মোটা টাকা দিয়ে কোচিং প্রশিক্ষণ নেওয়া এখন আম বিষয়। কিন্তু, অনেকের কাছেই সেই সুযোগ থাকে না। আর তাঁদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার তাঁদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ করে দিচ্ছে। এর ফলে বহু পড়ুয়া উপকৃত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘৯ লাখের বেশি পড়ুয়া সবুজ সাথী-ট্যাব পাবেন। কোনও ভাবেই তা বাকি রাখা যাবে না।’এদিন খেয়াদা ১ ও ২-কে ভাঙড় ডিভিশনের মধ্যে যুক্ত করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।