এবার ED-র স্ক্যানারে তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর বাড়িতে শুক্রবার সাতসকালে অভিযান চালিয়েছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রাজ্যে পুর নিয়োগ দুর্নীতি মামলাতেই এই অভিযান।

রাজনৈতিক মহলের অন্দরে এই নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। রাজ্য শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি প্রসঙ্গ সামনে রেখে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা। কিন্তু, এবার তাপস রায়ের ‘স্বচ্ছ ভাবমূর্তি’ নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

তাপস নিয়ে কী মন্তব্য অধীরের?
অধীর চৌধুরী বলেন, ‘তাপস রায় চুরি চোট্টামি করেছে বলে মনে হয় না। হয়তো তিনি ভিড়ের মধ্যে পড়ে গিয়েছেন। ভিড়ে অনেকে পড়ে যায়। তাপস রায় এই ‘ক্যারেকটার’ এর লোক নন। এখন চোরের সঙ্গে থাকলে চোর বদনাম নিতে হয়। সঙ্গ দোষে কিছু হয়েছি কী না জানি না। কিন্তু, তাপস রায় দুর্নীতি করার মতো লোক বলে বিশ্বাস হয় না।’

একদিকে যখন দুর্নীতি ইস্যুতে বিরোধীরা এই নেতাদের ছেঁকে ধরেছেন, সেই সময় অধীরের এই মন্তব্য সার্বিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে এক ছাতার তলায় এসে ‘ইন্ডিয়া জোট’ গঠন করেছে ২৮টি বিরোধী রাজনৈতিক দল। লক্ষ্য ২০২৪ সালের নির্বাচনে মোদীর হাত থেকে গদি ছিনিয়ে নেওয়া।

তাপস রায় চুরি চোট্টামি করেছে বলে মনে হয় না

অধীর রঞ্জন চৌধুরী

আর এই জোটের অন্যতম শরিক দল তৃণমূল এবং কংগ্রেস। যদিও বাংলার আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত বোঝাপড়া হয়নি এখনও। কিন্তু, অধীর চৌধুরীর তাপস রায়কে নিয়ে ‘সুর নরম’ করা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

প্রসঙ্গত, শুক্রবার সকালে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে অভিযান চালায় ED। এদিন তাঁর গোটা বাড়ি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে CRPF। পাশাপাশি শ্রীভূমি সংলগ্ন এলাকায় টহলদারিও চালানো হয়। শুধু সুজিত বসু নন, এদিন দমদম পুরসভার কাউন্সিলর সুবোধ মল্লিকের বাড়িতেও যান তদন্তকারীরা।

ED Raid Sujit Bose:সকাল সকাল সুজিত-সুবোধ-তাপসের বাড়ি ED হানা

উল্লেখ্য, হুগলির প্রোমোটার অয়ন শীলের গ্রেফতারির পর থেকেই গোয়েন্দাদের নজরে ছিল রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতির বিষয়টি। জানা যায়, অয়নের অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়ে এই সংক্রান্ত একাধিক নথি উদ্ধার হয়।

Sujit Bose News: সাত সকালে সুজিত বসু-তাপস রায়ের বাড়িতে ED
এরপরেই পুরনিয়োগ দুর্নীতির তদন্ত করার জন্য আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ED এবং পরবর্তীকালে তাদের অনুমতি দেওয়া হয়। এবার এই মামলাতেই শুক্রবার তিন তিনজন হেভিওয়েটের বাড়িতে তল্লাশি চালাল ED।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version