জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সুপার কাপে জয় ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের। মোহনবাগানের মতোই দ্বিতীয় ম্যাচেও জিতল তারা। হারিয়ে দিল  শ্রীনিধি ডেকান এফসিকে। খেলার ফল ২-১।  লাল-হলুদের হয়ে গোল করলেন  হিজাজি মাহের এবং জেভিয়ার সিভেরিয়ো।

আরও পড়ুন:  Mohun Bagan: সুপার কাপে হায়দরাবাদের বিরুদ্ধে কষ্টার্জিত জয় মোহনবাগানের…

সুপার কাপে দূরন্ত ফর্মে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর, এদিনও শুরু থেকে আক্রমণ করতে থাকেন লাল-হলুদ ফুটবলারা। ফলও মেলে হাতেনাতে। ম্যাচের বয়স তখন মাত্র ১১ মিনিট। বক্সের বাঁদিকে ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল।  নিশু কুমারের ভাসানো বলে মাথা ছুইয়ে গোল করেন হিজাজি। ৭ মিনিট পর ফের সুযোগ এসেছিল। কিন্তু গোল হয়নি।

৩১ মিনিটে দারুণ ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটি করেন সিভেরিয়ো। নিজের অর্ধ থেকে লম্বা বল ভাসিয়ে দিয়েছিলেন  হিজাজি। সেই হেড করে সিভেরিয়ো  পায়ে নামিয়ে দেন ক্লেটন সিলভার। এরপর চকিত শটে গোল! দ্বিতীয়ার্ধেই ম্যাচে রাশ ছিল ইস্টবেঙ্গলের হাতেই। তবে ঘন ঘন আক্রমণে চলে আসছিলেন শ্রীনিধির ফুটবলারাও। ম্যাচের শেষের দিকে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান উইলিয়াম।

আগামী ১৯ জানুয়ারি মরশুমের প্রথম ডার্বি। সেই ডার্বিতেই ঠিক হয়ে যাবে ইস্টবেঙ্গল না মোহনবাগান, কোন দল গ্রুপ এ থেকে সেমিফাইনালে উঠবে।

আরও পড়ুন: Clive Lloyd In Satgachia: লয়েডের পাতে নলেন গুড়ের রসগোল্লা, কিংবদন্তি বললেন ‘এটা কি আলু!’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version