DA সমস্যা মেটাতে এবার সরকারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে বসার জন্য আহ্বান জানাল সংগ্রামী যৌথ মঞ্চ। নচেৎ, সরকারকে ‘অচলাবস্থার’ জন্য দায়ী থাকতে হবে, হুঁশিয়ারি মহার্ঘ্য ভাতা নিয়ে আন্দোলনের সরকারি কর্মীদের। আগামী ২৯ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিলেন তাঁরা।

আগামী ১৯ জানুয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় চেয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ওইদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী তাঁরা। মঞ্চের তরফে বলা হয়, ‘ এর আগে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে সমস্যার কোনও সুরাহা হয়নি। আমরা চাই, উনি আমাদের সঙ্গে দেখা করে এই সমস্যার আশু সমাধান করুক।’ মুখ্যমন্ত্রীকে বৈঠকের জন্য আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। মুখ্যমন্ত্রী ডাকে সাড়া না দিলে লাগাতার ধর্মঘট হবে রাজ্যের সমস্ত সরকারি অফিসগুলিতে বলে হুঁশিয়ারি তাঁদের

সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানেই জানানো হয়, আগামী ১৯ জানুয়ারি, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। বেলা বারোটা থেকে মিছিল শুরু হয়ে শহিদ মিনারে গিয়ে উপস্থিত হবে। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, ‘সারা দেশের মধ্যে এ রাজ্যের সরকারি কর্মচারী সব থেকে কম বেতন পান… যৌথ মঞ্চ ছাড়াও অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারী পরিষদ সহ যাঁরা আছেন, তাঁদের ডাকে ২৯ তারিখ থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে। রাজ্যের অচলাবস্থার জন্য তখন আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন দায়ী থাকবেন।’

উল্লেখ্য, এ রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্ট বিচারাধীন। আগামী ৫ তারিখের পর মামলাটির শুনানি রয়েছে। যদিও, শুনানির ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালত এখনও কোনও নির্দিষ্ট তারিখ দেয়নি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে দিকেই তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীদের একাংশ।

DA Latest News: নতুন বছরেই DA নিয়ে বড় খবর! আশায় রাজ্য সরকারি কর্মীরা
গত ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই ডিএ বৃদ্ধিকে ‘ভিক্ষার দান’ বলে ঘোষণা করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। ডিসেম্বর মাস থেকেই লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তাঁরা। এর আগে নবান্নের কাছে আন্দোলন কর্মসূচি নিয়েছিল তাঁরা। এরপর আগামী ১৯ জানুয়ারি মহা মিছিলের আয়োজন করা হচ্ছে। তবে, লোকসভা নির্বাচনের আগে সরকারের উপর আরও চাপ বাড়াতে চাইছে সরকারি কর্মচারীদের সংগঠন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version