এই সময়: কোথাও রাস্তা আটকে বা বাসস্ট্যান্ডে পুজোর অনুমতি চেয়ে হাইকোর্টের ক্ষোভের মুখে পড়লেন উদ্যোক্তারা। আবার কোথাও আগের দিন শাসকদলের যেখানে অনুষ্ঠান হয়েছে, সোমবার রাম-পুজো সংগঠকদের সেখানে অনুষ্ঠান করতে দিতে আপত্তি তোলায় হাইকোর্টের বিরক্তির মুখে পড়তে হলো পুলিশকে। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে প্রায় সারাদিন শুনানি চলল সোমবার অযোধ্যায় রামমন্দির উদ্বোধন উপলক্ষে শহরে তার পালন নিয়ে মামলার।

কোথাও রাম-পুজো, ভজন, প্রসাদ বিতরণ, আবার কোথাও হবে শোভাযাত্রা। সর্বত্রই ‘কমন’–বেলা এগারোটা থেকে জায়ান্ট স্ক্রিনে অযোধ্যা-লাইভ। এক ডজনের বেশি এমন অনুষ্ঠানের জন্যে উদ্যোক্তারা অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করেন। দক্ষিণ কলকাতার একটি এমন অনুষ্ঠানের অনুমতি প্রসঙ্গে সংগঠকদের উদ্দেশে বিচারপতির মন্তব্য, বাসস্ট্যান্ড, রাস্তা দখল করে বা রাস্তার মোড়ে কেন পুজো করতে চাইছেন? লোকের চোখে আসতে? তাতেই তো সমস্যা বাড়ছে।

সেখানে পাবলিক ওয়ার্ক চলছে। জেসিবি রয়েছে। তা হলে কাজটা বন্ধ রাখতে হবে। পাবলিক ওয়ার্ক বেশি গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানের চেয়ে। পাবলিক ওয়ার্ক ক্ষতিগ্রস্ত করা যাবে না। যদিও শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে আদালত জানায়, রাস্তার অর্ধেকের কম জায়গা ব্যবহার করতে পারবেন পুজোর উদ্যোক্তারা। কোনও ভাবে গাড়ি বা জেসিবি যেতে যাতে বাধা না পায়, সেটা দেখতে হবে। আবার মুক্তরাম বাবু স্ট্রিটে যে জায়গায় গত দু’দিন ধরে তৃণমূল বড় স্টেজ বেঁধে অনুষ্ঠান করেছে, সেখানে সোমবার রামসেবকদের উৎসব করতে দিতে নারাজ পুলিশ।

Ram Mandir Pran Pratishtha Live Telecast : প্রতি মুহূর্তের লাইভ টেলিকাস্ট! ঘরে বসে কী ভাবে দেখবেন রাম মন্দির উদ্বোধন?
গত দু’দিনের সেই ছবি দেখার পর পুলিশকে আদালতের খোঁচা, রং বদল করলেই কি এরা অনুমতি পেতেন? এর পরেই আদালতের নির্দেশ, সেখানে কলেজের থেকে একটু আগে যেখানে রাস্তা চওড়া, সেখানে রাস্তার এক দিকে মঞ্চ করে ৫০-৬০ জনকে নিয়ে অনুষ্ঠান করা যাবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত করা যাবে উৎসব। আবার এমজি রোড, পোস্তায় হবে ভজন অনুষ্ঠান। তাতেও আপত্তি জানায় রাজ্য।

সে আপত্তি উড়িয়ে অযোধ্যা-লাইভ থেকে শুরু করে সন্ধ্যায় ২১০০ আলোর রোশনাই–সবেরই অনুমতি দেয় হাইকোর্ট। বড়বাজার ট্রেডার্স অ্যাসোসিয়েশন সে দিন সকাল থেকে লাইভ দেখাবে অযোধ্যার অনুষ্ঠান। কিন্তু ভজন করতে হবে বেলা দুটোর পরে যখন অযোধ্যার অনুষ্ঠান শেষ হবে। না হলে ঘিঞ্জি বাজারে সমস্যা হবে, নির্দেশ হাইকোর্টের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version