গঙ্গার তলায় ৫২০ মিটার পথ
গঙ্গার নীচ দিয়ে মোট ৫২০ মিটার পথ অতিক্রম করবে মেট্রো। যখনই কোনও মেট্রো গঙ্গার তলায় সুড়ঙ্গে প্রবেশ করবে, তখনই পাশে জ্বলে উঠবে নীল রঙের আলো। সঙ্গে বাজতে বিশেষ এক গান, যা মেট্রো যাত্রীদের চলার পথকে আরও মনোরম করবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। এতে যাত্রা পথের একঘেয়েমি কাটবে বলেই মনে করা হচ্ছে।
পাতাল পথে ছবির গান
২০১৮ সালে মুক্তি পেয়েছিল পরিচালক শ্রী নারায়ণ সিং-এর ছবি ‘বাত্তি গুল মিটার চালু’। ছবিটিতে ‘হর হর গঙ্গে’ গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং। সেই গানটি এখনও জনপ্রিয়। এবার সেই গানটিই শোনা যাবে গঙ্গার নীচে। অর্থাৎ মেট্রো যখন গঙ্গার তলা দিয়ে যাবে, তখন যাত্রীদের কানে ভেসে আসবে এই গানটি।
প্রসঙ্গত, চলছে ইস্ট – ওয়েস্ট মেট্রো সম্প্রসারণের কাজ। এই প্রকল্পে বর্তমানে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত পাওয়া যায় পরিষেবা। দ্রুততার সঙ্গে চলছে প্রস্তাবিত রুটের বাকি অংশের নির্মাণ কাজ। যুদ্ধকালীন তৎপরতায় শেষ মুহুর্তের কাজ সম্পন্ন করে দ্রুত এই গঙ্গার তলা দিয়ে পরিষেবা শুরু করার চেষ্টায় রয়েছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ইস্ট ওয়েস্ট করিডোরে প্রস্তাবিত রুটটির সম্পূর্ণ দৈর্ঘ্য ১৬.৫৫ কিলোমিটার। যার মধ্যে, ইতিমধ্যেই ৯.৩০ কিলোমিটার পথের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে।
অন্যদিকে আরও একাধিক রুটে চলছে কলকাতা মেট্রোর কাজ। ইস্ট – ওয়েস্ট ছাড়াও জোকা – এসপ্ল্যানেড লাইনেও কাজ চালাচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বর্তমানে এই রুটে জোকা থেকে তারাতলা পর্যন্ত পরিষেবা পাওয়া যায়। সম্প্রতি মাঝেরহাট পর্যন্ত ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। এই রুট পুরোপুরি চালু হলে জোকা থেকে এসপ্ল্যানেড পৌঁছন হয়ে উঠবে আরও সহজ। অন্যদিকে আবার নিউ গড়িয়া – বিমানবন্দর রুটেও চলছে কাজ। ফলে আগামীদিনে কলকাতা ও সংলগ্ন এলাকার মানুষের যাতায়াত যে আরও সহজ হয়ে উঠবে তা বলাই যায়।