কখনও ফোনে কোনও মেসেজ পাঠিয়ে লিঙ্কে ক্লিক করতে বলে, কখনও আবার ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখিয়ে, কখনও বা অন্য কোনও উপায়ে, সাইবার প্রতারণার অভিযোগ ওঠে। এরই মাঝে এবার প্রকাশ্যে এল আরও এক অভিনব কায়দায় প্রতারণার ঘটনা।

অনলাইনে টাকা পাঠালে বেশি টাকা ফেরৎ পাওয়া যাবে, সেই প্রলোভন দিয়ে এবার প্রতারণার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের ১৩ নম্বর স্যান্ডেলের বিল, বাঁকড়া, ডোবর-সহ বিভিন্ন এলাকায়। অভিযোগ, একাধিক মহিলা ও পুরুষের কাছে ফোন করে বেশি ফেরৎ দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা চাওয়া হচ্ছে। ফোনগুলি করা হচ্ছে বিভিন্ন নম্বর থেকে। সেই নম্বরে পুনরায় ফোন করা হলে এক এক বার এক এক জায়গার ঠিকানা বলা হচ্ছে।

জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের ১৩ নম্বর স্যান্ডেলের বিলের বিভিন্ন জনের কাছে ফোন করে টাকা চায় কেউ বা কারা। আর এই সবের মাঝে পড়ে প্রতারিত এক ব্যবসায়ীও। তিনি একটি নির্দিষ্ট নম্বরে ২৯ হাজার টাকা পাঠিয়েছেন। কিন্তু এখন আর সেই টাকা ফেরৎ পাচ্ছেন না।

এই পরিস্থিতিতে সর্বসস্বান্ত হয়ে বর্তমানে হিঙ্গলগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন দোকানদার শোভন মণ্ডল। নিজের দেওয়া টাকা ফেরৎ চাইছেন ওই ব্যবসায়ী। তাঁর অভিযোগের ঘটনার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। একইসঙ্গে এলাকার মানুষজনকে সতর্কও করা হচ্ছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। টাকা চেয়ে কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে ফোন বা মেসেজ আসলে, সেই ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দিচ্ছেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। একইসঙ্গে বিষয়টি অবিলম্বে পুলিশ প্রশাসনের নজরে আনার পরামর্শও দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, অনলাইনে প্রতারণার বিভিন্ন ঘটনাকে ঘিরে মাঝেমধ্যেই অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সাইবার ক্রাইম শাখা। অনেক ক্ষেত্রেই অপরাধীকে পাকড়াও করা হয়। সম্প্রতি আরও এক ধরণের অভিনব প্রতারণার ঘটনা সামনে এসেছে। বইমেলায় প্রায়শই দেখা যায় বিভিন্ন গেম শো বা ক্যুইজ কনটেস্ট। এমনকী অনেক সময় লাকি কুপনে ক্রেতাদের নাম বা ফোন নম্বরও নেওয়া হয়ে থাকে। অভিযোগ, সেখান থেকেই তথ্য চলে যায় প্রতারকদের হাতে। তারপরেই শুরু হয় অপারেশন। গত বছরের বইমেলায় এই ধরণের একাধিক অভিযোগ উঠেছে বলে খবর। আর তারই মাঝে এবার হিঙ্গলগঞ্জে পাওয়া গেল নয়া কায়দায় প্রতারণার খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version