সোমবার মাহেন্দ্রক্ষণে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর জন্য দ্বারোদঘাটন হবে রাম মন্দিরের। তবে এই অনুষ্ঠানের আমন্ত্রণ ফিরিয়েছে দেশের একাধিক বিরোধী দল। একই দিন, কলকাতায় সংহতি মিছিলের আয়োজন করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির উদ্বোধনের কয়েক ঘণ্টা পূর্বেই এবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

সোমবার বেলা তিনটের সময় হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিলের আয়োজন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাম মন্দির উদ্বোধনের আবহে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই এই মিছিলের আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়েছে।
কালীঘাট মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে মসজিদ, গির্জা দর্শন করবনে স্বয়ং মুখ্যমন্ত্রী। মিছিলে হাঁটবেন একাধিক ধর্মের প্রতিনিধিরা। সেই মিছিলে যোগ দেবেন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সম্পর্কে এখনও কোনও নিশ্চয়তা নেই। তবে তার আগে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অভিষেক।

ব্যানারে শুধুই মমতা! সংহতি মিছিলে কি উপস্থিত থাকবেন অভিষেক? জল্পনা
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমার ধর্ম আমাকে কোনও উপাসনালয়কে গ্রহণ করতে এবং আলিঙ্গন করতে শেখায়নি, সেটা মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বারই হোক না কেন, যেখানে ঘৃণা, হিংসা এবং নিরপরাধদের মৃতদেহের উপর নির্মিত হয়েছে।’ রাম মন্দির উদ্বোধনের আগেই এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, অযোধ্যায় বাবরি মসজিদের উপর আক্রমণ, রাম মন্দির নিয়ে দীর্ঘদিনের মামলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মতো একাধিক বিতর্কিত বিষয় জুড়ে রয়েছে। সেই কথা মাথায় রেখেই অভিষেক এই বার্তা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে রাম মন্দির নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা আমাকে একাধিকবার জিজ্ঞাসা করছেন বিভিন্ন মন্দির নিয়ে। আমি আগেও বলেছি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। ২২ জানুয়ারি আমি নিজে দলীয় ভাবে একটা ব়্যালি করব।’’ এরপরেই সোমবারের সংহতি মিছিলের কথা ঘোষণা করেন তিনি। দলীয় কর্মসূচিতে সাধারণত অভিষেক নিজেও হাজির থাকেন। তবে রাম মন্দির নিয়ে এর আগে বিশেষ কোনও মন্তব্য করতে দেখা যায়নি অভিষেককে। মন্দির উদ্বোধনের আগের রাতেই তাঁর এই বার্তা নতুন বিতর্ক তৈরি করল বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version