মাধ্যমিক পরীক্ষায় টুকলি রুখতে গত কয়েক বছর ধরে তৎপর প্রশাসন। পাশাপাশি, প্রশ্নপত্র যাতে কোনওভাবেই ফাঁস না হয়, তার জন্যেও নেওয়া হয়েছে একাধিক কড়া ব্যবস্থা। তবে পরীক্ষার্থীদের তল্লাশি চালানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। পরীক্ষার্থীদের তল্লাশি নেওয়ার দায়িত্ব বহন করবে শিক্ষক-শিক্ষিকারা, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা, টুকলি রুখতে কড়া পদক্ষেপ এবং প্রশ্ন পত্র ফাঁস না হওয়ার জন্য যাবতীয় কড়া পদক্ষেপ গ্রহণের ব্যাপারে দায়িত্ব রয়েছে পুলিশের কাঁধে। তবে শিক্ষার্থীদের তল্লাশি চালানোর ব্যাপারে পুলিশকে ব্যবহার করা যাবে না বলেই সিদ্ধান্ত নবান্নের। রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে এ ব্যাপারে নির্দেশিকা দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব বি পি গোপালিকা।

কেন এমন সিদ্ধান্ত?

মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জীবনে প্রথম সবথেকে বড় পরীক্ষা। নিজের বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয় গিয়ে পরীক্ষা দিতে হয়। এমনিতেই পরীক্ষার্থীদের উপর একটি মানসিক চাপ থাকে। এর উপর পুলিশ পরীক্ষার্থীদের তল্লাশি চালাতে গেলে তাঁদের বাড়তি মানসিক চাপ হতে পারে। পুলিশ তল্লাশি চালাতে পারলে তাঁদের মনে ভীতির সঞ্চার হতে পারে বলে মনে করছে রাজ্য প্রশাসন। সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।
দুদিন আগেই শিক্ষা দফতর, পুলিশ, বিদ্যুৎ ও পরিবহণ দফতরের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেখানেই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পরীক্ষার দিনগুলোতে যাতে সকাল থেকে পর্যাপ্ত সংখ্যায় বাস থাকে পরিবহণ দফতরকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, পরীক্ষার দিনগুলিতে যাতে জেলা ও শহতলিতে বিদ্যুতের সরবরাহে ব্যঘাত না ঘটে সে ব্যাপারে বিদ্যুৎ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিকের ভৌত বিজ্ঞানে কী ভাবে হাই মার্কস? রইল অভিজ্ঞ শিক্ষকের টিপস!
পাশাপাশি, রাজ্যের বনাঞ্চলের কাছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থাকলে বন্য পশু, হাতি হানা দেওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে, অরণ্যের নিকটবর্তী অঞ্চলগুলোতে ড্রপ গেট বসানোর ব্যাপারেও নির্দেশিকা দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে মোট ৪০০টি ড্রপ গেট বসানো হয়েছিল গত বছর। এবারেও সেই একই ব্যবস্থা থাকার নির্দেশিকা রয়েছে। প্রতিটি জেলায় যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনা করা যায়, সে কারণে সংশ্লিষ্ট সমস্ত দফতরের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলার ব্যাপারেও জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version