দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে?
মঙ্গলবার থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। ২৩ জানুয়ারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ২৪ ও ২৫ জানুয়ারি বাড়তে পারে বৃষ্টিপাত। পূর্ব-পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সঙ্গে দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
সকালে কুয়াশা থাকতে পারে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়তে পারে। সকালে কুয়াশা এবং পরে মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সমস্ত জেলায়। কলকাতা সহ বেশ কিছু জেলাতে কোল্ড ডের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকবে শহর কলকাতা। তবে বেলা গড়ানোর সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন একই থাকবে তাপমাত্রা। বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে কলকাতাতে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই থাকবে কুয়াশার দাপট। তবে মালদা এবং দিনাজপুরে তা অপেক্ষাকৃত বেশি থাকবে। দার্জিলিং ও কালিম্পঙে আগামী শনিবার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। পাশাপাশি সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দার্জিলিং ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা।
দিল্লি সহ সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট থাকতে পারে। সঙ্গে জেড স্ট্রিম উইন্ডের প্রভাবে কোল্ড ওয়েভ ও কোল্ড ডের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকতে পারে উত্তর পশ্চিম ভারতে।