অনলাইন পদ্ধতির মাধ্যমে পুরসভার ট্যাক্স প্রদান, বিল্ডিং প্ল্যান, ট্রেড লাইসেন্স, জমি – বাড়ি সংক্রান্ত অন্যান্য ফি প্রদানের সুবিধা রয়েছে কলকাতা পুরসভায়। তবে ডিজিট্যাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময়ই হোঁচট খেতে হচ্ছে নাগরিকদের। কখনও ঠিক করে অনলাইন পেমেন্ট হচ্ছে না, হলেও কিছু বাদে তা ফেরত চলে আসছে ব্যবহারকারীর অ্যাকাউন্টে। এবার বড় সুবিধা আনছে পুরসভা।

বেশ কিছু বছর আগেই ডিজিট্যাল পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছিল কলকাতা পুরসভার তরফে। ঘরে বসেই একাধিক পরিষেবা গ্রহণে ফি জমা দিতে পারতেন নাগরিকরা। ই-ডিস্ট্রিক্ট ১.০ সিস্টেমের মাধ্যমে এই পেমেন্ট সিস্টেম পরিচালিত হতো। তবে পেমেন্ট করার ক্ষেত্রে একাধিক অসুবিধার মধ্যে পড়তে হতো নাগরিকদের। তাই এবার আরও আধুনিক, স্বচ্ছ এবং কার্যকরী ই-ডিস্ট্রিক্ট ২.০ সিস্টেম আনতে চলেছে কলকাতা পুরসভা।

ডিজিট্যাল পেমেন্ট সিস্টেমকে আরও আধুনিক এবং স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ডিজিট্যাল পেমেন্ট সিস্টেমকে উন্নত করতে আরও আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। নতুন প্রযুক্তিতে অনলাইনে কর সহ অন্যান্য ফি প্রদানের ক্ষেত্রে নাগরিকদের কোনওরকম ঝক্কি পোয়াতে হবে না বলেই দাবি করছে পুরসভা।

বিগত দিনে একাধিক অভিযোগ জমা পড়ত ডিজিট্যাল পেমেন্ট এর ক্ষেত্রে। নতুন পদ্ধতিতে খুব সহজেই পেমেন্ট সম্ভব, পেমেন্ট আটকে যাওয়ার বা ‘আনসাকসেসফুল’ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আগে পেমেন্ট এর ক্ষেত্রে অসুবিধা হলে ফের পুরসভায় সংশ্লিষ্ট দফতরে ছুটতে হতো নাগরিকদের, সেই সমস্যার অনেকটাই নিরসন হবে বলেই মনে করা হচ্ছে।

Calcutta High Court: তিন দশকের লড়াইয়ে জয়, কোর্টের রায়ে চাকরি পুরসভায়
কলকাতা পুরসভার এক আধিকারিক জানান, কলকাতা পুরসভায় ‘গ্রিপ্স’ নামে একটি নতুন সিস্টেম চালু করা হচ্ছে। ওয়েবেল টেকনোলজি লিমিটেড এই নতুন ব্যবস্থা পরিচালনা করবে। অনলাইনে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে নতুন সিস্টেমের কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না নাগরিকদের। ডিজিট্যাল পেমেন্ট সংক্রান্ত বিষয়ে প্রায় ২৪ থেকে ২৫ লাখ টাকার পেমেন্ট নিয়ে এর আগে সমস্যা হয়েছে। একাধিক অভিযোগ জমা পড়েছিল পুরসভায়। ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যান সম্পর্কিত অনলাইন ফি জমা দেওয়ার পরেও নানা অভিযোগ আসত। অথচ, পুরসভার তরফে কোনও গাফিলতি ছিল না। সেই কারণে অনলাইন ব্যবস্থা আরও আধুনিকীকরণের পথে হাঁটল কলকাতা পুরসভা। কিছুদিনের মধ্যেই এই নতুন পরিষেবা চালু করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version