উদ্বোধন হল রাম মন্দিরের। প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে সারা দেশজুড়ে চলছে উৎসব। বিভিন্নভাবে রাম মন্দিরের প্রতিষ্ঠাকে উদযাপন করছেন মানুষ। বাদ নেই শহর কলকাতাও। রাম মন্দিরের উদ্বোধনের শুভ লগ্নে কোথাও হচ্ছে বিশেষ পুজো, তো কোথাও মিছিলে হাঁটলেন রামভক্তরা।

এদিন কলকাতায় এক মিছিলে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেরুয়া রঙের পতাকা হাতে হাঁটতে দেখা যায় বিরোধী দলনেতাকে। শুভেন্দুর সঙ্গে মিছিলে পা মেলান বহু মানুষ। মিছিলের সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার শেয়ারও করেছেন শুভেন্দু। ভিডিয়োর ক্যাপশানে শুভেন্দু লিখেছেন, ‘কলকাতায় গেরুয়া সুনামি। অযোধ্যাধামের শ্রী রাম জন্মভূমিতে ভগবান রামের স্বদেশ প্রত্যাবর্তনকে সম্মান জানাতে শ্রী বৈকুণ্ঠ নাথ মন্দির থেকে শ্রী রাম মন্দির পর্যন্ত সনাতনী শোভা-যাত্রা। কী দিন, কী মুহূর্ত! আমরা শতাব্দী ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করেছি। জয় শ্রী রাম।’
অন্যদিকে এদিনই আর কিছুক্ষণ পর কলকাতায় সংহতি মিছিলে হাঁটবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে শুরু হয়ে সেই মিছিল কলকাতার বিভিন্ন রাস্তা হয়ে শেষ হবে পার্ক সার্কাস ময়দানে। মিছিল শুরুর আগে কালীঘাট মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দেওয়ার পর মিছিলে হাঁটবেন তিনি। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, বেলা ৩টে – সাড়ে ৩টের নাগাদ হাজরা মোড় থেকে শুরু হবে মমতার পদযাত্রা। হাজরা রোড, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে বাঁ দিকে ঘুরে পার্ক সার্কাসে পৌঁছবেন তিনি।

তৃণমূল সূত্রে খবর, হাজরা রোড ধরে এগোনোর সময় পথে হাজরা ল কলেজের কাছে কিছুক্ষণের জন্য দাঁড়াবে মিছিল। কারণ ল কলেজের অদূরেই একটি মসজিদ রয়েছে। জানা গিয়েছে, মিছিল থেকে স্কুটারে চেপে মসজিদে যাবেন তৃণমূল নেত্রী। সেখানে চাদর চড়িয়ে তারপর ফের ফিরে আসবেন মিছিলে। তারপর মিছিল এগিয়ে যাবে পার্ক সার্কাস ময়দানের দিকে। সেখানে একটি সভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে এই দিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে বিশেষ পুজোপাঠ। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিব নিবাসে সুপ্রাচীন ২৫৭ বছরের পুরনো রাম সীতা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় এদিন। আবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রামবাগে প্রায় ৩০০ থেকে ৩৫০ বছরের প্রচীন রামমন্দিরেও মহা সাড়ম্বরে পূজার্চ্চনার আয়োজন করা হয়। মহিষাদল রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার মানুষজনও সামিল হন পুজোয়। প্রাচীন এই রামমন্দির যাতে সংস্কার করা যায়, সেই দিকে বিশেষ নজর দেওয়ার আবেদন জানান হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version