দেশের বুকে সৃষ্টি হল ইতিহাস। রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মন্ত্রী। প্রাণ প্রতিষ্ঠা হল বিগ্রহে। এরই মাঝে রাম মন্দির থিমের কেক বানিয়ে নজর কাড়লেন উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের হাসপাতাল মোড়ের কলেজ ছাত্রী সহেলী দত্ত। একেবারে নিরামিষ পদ্ধতিতে ডিম ছাড়া তৈরি এই কেক রীতিমত হিট দত্তপুকুর এলাকায়।

কেকে কেটে রাম মন্দির প্রতিষ্ঠা উদযাপন
পড়াশোনার পাশাপাশি ২০২৩ সালের এপ্রিল মাস থেকে পেশাদার ভাবে কেক তৈরি করছেন সহেলী। জন্মদিন, রাখি কিংবা ভাইফোঁটার মতো বিশেষ দিনগুলিতে কেক বানিয়ে থাকেন তিনি। এছাড়াও অর্ডারের ভিত্তিতে নানা ধরণের কাস্টমাইজ থিমের কেক তৈরি করেন সহেলী। আর গ্রাহকের পছন্দ মতো কেক তৈরি করে দেওয়ার কারণে এলাকার মানুষের কাছে রীতিমতো পরিচিত হয়ে উঠেছে এই কলেজ ছাত্রী। আর এবার রাম মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ কেক তৈরি করলেন তিনি।

নিরামিষ পদ্ধতিতে তৈরি হয়েছে কেক
সহেলী বলেন, ‘আজ যেহেতু একটা খুশির দিন, তাই ভেবেছিলাম প্রভু রামের নাম দিয়ে কেক বানাবো। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে কেক বানিয়ে আসছি। সব রকমেরই কেক বানাই। জন্মদিনের থিম থাকে, রাখির, ভাইফোঁটার সবেরই থাকে, তাহলে এটার কেন থাকবে না?’ সহেলি মোট ২টি কেক বানিয়েছেন। তার মধ্যে একটি নিজের বাড়ির জন্য। অপরটি এমন একজন নেবেন,যাঁর বাড়িতে রাম পুজো হচ্ছে। ২টি কেকই বানিয়েছেন একেবারে নিরামিষভাবে। অর্থাৎ কোনও কেকেই ডিম ব্যবহার করেননি তিনি।

সহেলীর এই উদ্যোগকে ভীষণইভাবে সমর্থন জানাচ্ছেন তাঁর বাবা দেবব্রত দত্ত। তিনি বলেন, ‘এটা ভালো উদ্দেশ্য, ধর্মের বিষয়, এটাকে আন্তরিকভাবে সমর্থন করি। সমস্ত হিন্দুরা যেন এটা করতে পারি এবং আমাদের মানসিকতা যেন আমাদের ধর্মের প্রতি থাকে।’ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এদিন বাড়িতে প্রদীপ জ্বালান হবে বলেও জানান দেবব্রত ও সহেলী। এক কথায় বলতে গেলে ৫০০ বছর পর প্রভু শ্রীরামের ঘরে ফেরার মুহূর্তকে কেকে কেটে উদযাপন করতে প্রস্তুত দত্তপুকুরের দত্ত পরিবার।
Ram Mandir Photo : রাম মন্দিরের বদলে দেদারে শেয়ার সন্তোষ মিত্রর পুজো প্যান্ডেলের ছবি, মুখ খুললেন উচ্ছ্বসিত সজল
নির্ধারিত সময় সূচি মেনেই এদিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার মূর্তির সামনে বসে পুজোয় অংশ নেন তিনি। করেন আরতিও। আর এই মন্দির উদ্বোধনকে ঘিরে উচ্ছ্বাস গোটা দেশজুড়ে। উদ্বোধনের পর মোদী বলেন, ‘রামলালা এখন আর তাঁবুতে নয়, মন্দিরে থাকবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version